Breaking News

মাইক্রোসফট অফিস 2013 টেক্স বাউন্ডারীর সমস্যার সমাধান

বন্ধুরা কেমন আছেন? নিশ্চয় খুব ভাল। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকেন। মাইক্রোসফট অফিসে অনেক গুলো ভার্সন বেরিয়েছে। এর মধ্যে কিছু কিছু ভার্সনে টেক্সবাউন্ডারী নিয়ে অনেক সমস্যা পরতে হয়। যেমন মাইক্রোসফট অফিস 2013। এ ভার্সনে টেক্স বাউন্ডারী দিলে অনেক গুলো লাইন চলে আসে।








সাধারণত মাই্ক্রোসফট অফিস এর অন্য সব ভার্স নে এই ধরনের কোন সমস্যা আপনারা পাবেন না। কি করে এই সমাধান করতে হবে সেটাই আজকে জানতে পারবেন। তবে তার আগে আপনাকে একটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। এই ফাইলটিকে আপনাকে পরিবতর্ন করে দিতে হবে। এই জন্য প্রথমে ফাইলটি ডাউনলোড করে নিন।
এর পরে আপনাকে C: ড্রাইভে  যেতে হবে।

 সেখানে গিয়ে সার্চ করেন normal.dotm এর ফলে আপনি যে normal.dotm ফাইলটি পাবেন । তারপরে সেই ফাইলের গায়ে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট    বাটনে ক্লিক করুন এবং Open File Location এ ক্লিক করুন। 

 সেই ফাইলকে রিনেম করে দিতে হবে normal_bACKUP.dotm। তারপরে আমার এখান থেকে ডাউনলোড করা ফাইলটি পেস্ট করে দেন। তাহলে আপনার আর টেক্স বাউন্ডারী নিয়ে কোন ঝামেলাই পড়তে হবে না।


--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ