Breaking News

Now You can Monetize "Covid-19 & Corona Virus Video" : Youtube New Update

বন্ধূরা আপনাদের জন্য সুখবর রয়েছে। তবে বর্তমানে খুবই খারাপ অবস্থা যাচ্ছে সারা দুনিয়া ও  ইউটিউব জগতে করোনা ভাইরাস কে নিয়ে।। তবে সকল ইউটিউবারদের জন্য রয়েছে অনেক আনন্দের খবর। ইউটিউবে নতুন একটি আপডেট হয়েছে। সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছী। তবে আপনারা সকলেই জানেন এক দের মাস আগে থেকে যখন করোনা ভাইরাস ছরিয়ে পরল।









তখন ইউটিউব থেকে ঘোসনা করেছিল যে, করোনা ভাইরান অথবা কোভিট-১৯ নিয়ে কোন ভিডিও বানালে, সেটা হতে পারে অরজিনাল অথবা কোন ধরনের ফ্যাক নিউজ নিয়ে যুদি ভিডিও বানানো হয় । তাহলে সেই ভিডিও অটোমেটিক ভাবে ডিমনিটাইজেশন হয়ে যাবে। হলুদ রঙের ডলার চিহ্ন চলে আসবে । কোন ধরনের মনিটাইজেশন করতে পারবে না। মূলত এটা করা হয়েছিল, যাতে করে করোনা নিয়ে কেউ কোন প্রকার ফাক নিউজ বানিয়ে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টিনা করে। কিন্তু এখন ক্রিয়েটিভ দল থেকে ঘোষনা করেছে যে, করোনা ভাইরাস অথবা কোভিট 19 নিয়ে যেকোন ভিডিও মনিটাইজেশন হবে। 

যেই ভিডিওতে এতদিন মনিটাইজেশন ছিলো না সেগুলো অটোমেটিক ভাবে মনিটাইজেশন হয়ে যাবে। আপনি ভিডিও ম্যানেজারে গিয়ে দেখে আসেন, যত গুলো করোনা ভাইরাস নিয়ে ভিডিও বানাবো হয়েছে। আর সেখানে যদি হলুদ ডলার চিহ্ন থাকে আর সেই ভিডিওতে সব তথ্য সঠিক, তাহলে আপনি সেটাকে রিভিউ করত পারবেন। তারপরে সেগুলো সবুজ ডলার চিহ্ন হয়ে যাবে। 

এরপরেও যত ভিডিও করোনা ভাইরাস নিয়ে তৈরী করবেন, যদি  সেগুলোতে হলুদ ডলার চিহ্ন চলে আসে, সেগুলো রিভিউ করতে পারবেন এবং অটোমেটিক ভাবে সবুজ ডলার চিহ্ন হয়ে যাবে। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা করোনা ভাইরাস নিয়ে ফ্যাক ভিডিও অথবা অন্য কোন বিষয়ে যদি ফ্যাক ভিডিও বানিয়ে থাকেন। তাহলে অটোমেটিক ভাবে সেই সব ভিডিও ডিলিট করে দেওয়া হবে।  কারন করোনা ভাইরাস এক মহামারি ভাইরাস । এটার উপর অনেক ভিডিও তৈরী হচ্ছে, অনেক সার্চ করা হচ্ছে এছাড়াও এই বিয়টি ট্রেন্ড হচ্ছে।  তাই এটার উপর কোন প্রকার ফ্যাক তথ্য দিয়ে ভিডিও বানানোর প্রয়োজন নেই। 




--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ