Breaking News

কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ এমবি থেকে কিলোবাইটে ছোট করে ফেলুন

বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভাল। আমিও আল্রাহর রহমতে ভাল আছি। বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ছবি তুলে থাকেণ্। সেই সব মোবাইর বা ক্যামেরার ছবির সাইজ হয়ে থাকে কয়েক এমবি। এই সব বড় সাইজের ছবিকে মেইল করে পাঠাতে হলে অনেক সময় লেগে যায়।





এছাড়াও বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ব্যাংক-বীমা সহ বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে চাকুরীর ফরম পূরণ করা হয়।  ঠিক তখন ছবির একটি নির্দিস্ট সাইজ ও কিলোবাইট বলে দেয়। আপনারা অনেকেই আছেন যারা সাইজ করতে পারেন। কিন্তু ছবির সাইজ কমাতে পারেন না। যার ফলে   কোন ধরনের ছবি আপলোড হয় না্।



 তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই তৈরী করেছি আজকের ভিডিও। যেটা দেখে আপনারা শিখেতে পারবেন কিভাবে বেশি এমবি সাইজের ছবিকে কয়েক কিলোবাইট করতে পারেন। কোয়ালিটি ঠিক রেখে ছবির সাইজ এমবি থেকে কিলোবাইটে ছোট করে ফেলুন। এছাড়াও অনেকের মোবািইল ম্যামেোরি অনেক ছোট থাকে। তাই আপনারা চাইলে আমার ভিডিও দেখে দেকে আপনাদের ছবিকে এমবি থেকে কিলোবাইট করে ফেলতে পারবেন। তাই আর দেরি কেন? এখনই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন।




--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ