ইউটিউবের প্লে লিষ্টের সব ভিডিও এক সাথে ডাউনলোড করুন খুব সহজেই
বন্ধুরা
কেমন আছো সবাই? নিশ্চয় ভাল! আমরা প্রতিদিন ইউটিউব এ হাজার হাজার ভিডিও দেখছি। কখন
সিংঙ্গেল সিংঙ্গেল প্লে লিষ্ট ছারা ভিডিও থাকে। আবার কখনও কখনও একটি প্লে লিষ্টে অনেক গুলো ভিডিও 25,
35, 50, 60 এমনকি তারও বেশি পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশী নাটক, যেগুলো অনেক
গুলো পর্ব থাকে।
কিন্তু আমরা সিংঙ্গেল নাটক বা মুভি ডাউনলোড করতে পারি খুব সহজেই।
এতে কোন ঝামেলা হয় না। কিন্তু যখন একটি প্লে লিষ্টে থাকা সব ভিডিও গুলো ডাউনলোড
করতে যাই তখন হয় সমস্যা। এগুলো একটা একটা করে ডাউনলোড করতে গেলে অনেক সময় এবং
কোনটা ডাউনলোড হয়েছে কোনটা বাকী আছে সেটাও মনে রাখতে হয়। কিন্তু এই ঝামেলা থেকে
চিরমুক্তি পেতে হলে আপনার প্রয়োজন 30এমবি’র ছোট একটি 4k Video Downloader 4.1 সফটওয়্যার।
এটার সাহায্যে আপনি খুব সহজেই প্লে লিষ্টে থাকা সব ভিডিও একসাথে ডাউনলোড করতে
পারবেন। সফটওয়্যারের সাথে ক্রাক ফাইলও আছে। তবে আপনি যদি ক্রাক না করেন তাহলে ২৫
টা ফাইল এক সাথে ডাউনলোড হবে আর যদি Crack করে সফটওয়্যারটি ফুল ভার্সন করেন তাহলে একটি
প্লে লিষ্টে যত গুলো ভিডিও থাকবে তত গুলো ডাউনলোড হবে। প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি
ডাউনলোড করে সেটআপ করে নিন। 4k Video Downloader 4.1 । সেটআপ শেষ হলে সফটওয়্যারটি
চালূ করেন। এবার ইউটিউব এ গিয়ে যে প্লে লিষ্টে থাকা সব ভিডিও ডাউনলোড করতে চান তার
ইউআরএল কপি করেন।
আমি বিডি নাটক420 এর লিংক দিলাম।
https://www.youtube.com/watch?v=R6T8V1K9kI8&list=PLL8GUwWvZr-s3kftxNKlPGkyA3DBt-Xsa
এটা কপি করেন। তারপরে সফটওয়্যারটি ওপেন থাকা অবস্থায় পেষ্ট বাটনে ক্লিক করেন(লাল বর্ডার দেওয়া)
এটা কপি করেন। তারপরে সফটওয়্যারটি ওপেন থাকা অবস্থায় পেষ্ট বাটনে ক্লিক করেন(লাল বর্ডার দেওয়া)
তারপরে
আরেকটি ম্যাসেজ অপশন আসবে। তাতে উল্লেখ থাকবে আপনি সম্পূর্ণ প্লে লিস্ট ডাউনলোড
করবেন নাকি একটি ক্লিপ। আপনাকে Download Playlist এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা
করেন। তারপরে নিচের ছবির মত আসবে।
এবার
এখানে ভাল করে লক্ষ করেন যে আপনি কোন কোয়ালিটির ভিডিও গুলো ডাউনলোড করবেন। সেটা উল্লেখ
করে একদম নিচে ডানপাশে Download এ ক্লিক করেন।
আপনার
ডাউনলোড সম্পূর্ণ রূপে শেষ হলে যেকোন ভিডিওর উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে
Show in Folder এ ক্লিক করেন। তাহলে আপনার ডাউনলোড করা সব ভিডিও যেই ফোল্ডারে আছে
সরাসরি সেখানে চলে যাবে।
এই ভাবে আপনি ইউটিউব এর প্লে লিষ্টের সব ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশাকরি আমার পোষ্ট আপনাদের ভাল গেলেছে। আমার সবগুলো পোষ্ট ফেসবুকে, গুগল+ এ শেয়ার করেন। তাছারা এই ধরনের সব টিপস পেতে হলে আমার ব্লগ সাইটি সাবস্ক্রাইব করেন রাখেন। তাহলে আমি যখন কোন নতুন নতুন পোষ্ট দিব সেটা আপনারা ই-মেইলের মাধ্যমে জানতে পারবেন।
এই ভাবে আপনি ইউটিউব এর প্লে লিষ্টের সব ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশাকরি আমার পোষ্ট আপনাদের ভাল গেলেছে। আমার সবগুলো পোষ্ট ফেসবুকে, গুগল+ এ শেয়ার করেন। তাছারা এই ধরনের সব টিপস পেতে হলে আমার ব্লগ সাইটি সাবস্ক্রাইব করেন রাখেন। তাহলে আমি যখন কোন নতুন নতুন পোষ্ট দিব সেটা আপনারা ই-মেইলের মাধ্যমে জানতে পারবেন।
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ