বাংলাদেশ মেরিন একাডেমীর ৫৪ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারি ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি
বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় অনেক বেশি ভাল আছো। তোমাদের কথা চিন্তা করেই নিয়ে আসলাম ৫৪ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারি ক্যাডেট ভর্তির বিজ্ঞপ্তি। তোমরা যারা বাংলাদেশ মেরিন একাডেমীতে ভর্তি হতেও চাও তাদের জন্য আজকের এই বিজ্ঞতি।
ভর্তির মেয়াদ শেষ হতে কিন্তু আর বেশি সময় নেই এই মাসের ৫ অক্টোবর ২০১৭ পর্যন্ত।
বাংলাদেশ মেরিন একাডেমীর ৫৪ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারি ক্যাডেট ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
১৩ অক্টোবর ২০১৭, দুপুর ২.৩০ ঘটিকায়
বাংলাদেশ মেরিন একাডেমীর ৫৪ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারি ক্যাডেট ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
১৩ অক্টোবর ২০১৭, দুপুর ২.৩০ ঘটিকায়
আবেদনের যোগ্যতা:
বয়স: ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে সর্বেোচ্চ ২১ বৎসর(পুরুষ/মহিলা)
(জন্ম তারিখ: 01 জানুয়ারী 1997 বা পরে)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় নূন্যতম যোগ্যতা জিপিএ 3.50। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ 3.50 এবং ইংরেজীতে নূন্যতম জিপিএ 3.00 অথবা IELTS গত স্কোর 5.5 থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
নাগরিকত্ব: বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।
তাই আবেদন করতে ভিজিট করুন-
সরাসরি ভর্তির ফরমে জন্য এখানে ক্লিক করুন-
অনলাইনে আবেদনের পদ্ধত্তি জানতে হলে এখানে ক্লিক করুন: অনলাইনে আবেদনের পদ্ধত্তি
সতর্কবানী : কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্বিচত জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। যেকোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতারক সম্পর্কে সুনিদিষ্ট অভিযোগ 031-2514153-56/2514263 নম্বরে অবহিত করুন। সঠিক সংবাদ দাতাকে পুরস্কৃত করা হবে।
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ