DriverPack Solution দিয়ে যেকোন ল্যাপটপ - ডেক্সটপ কম্পিউটারের মাদারবোর্ড Driver সেটআপ দিন খুব সহজেই
বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় ভাল। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। বর্তমানে অনেকেই বিদেশ থেকে ল্যাপটপ বা ডেক্সটপ কিনে আনে। কিন্তু কিনার সময় মাদারবোর্ডের ড্রাইভার সিডি / ডিভিডি আনতে ভুলে যায় । যার ফলে নতুন করে উইন্ডাজ সেটআপ দিলে সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, ল্যান্ড কার্ড, ব্লুটুথ, ওয়াইফাই কোন কিছুই কাজ করে না। এই সব কাজ করাতে হলে অবশ্যই আপনাকে সেই ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের মাদারবোর্ডের ড্রাইভার সিডি / ডিভিডি দিয়ে মাদারবোর্ড সেটআপ করাতে হবে। তাহলে আপনার ল্যাপটপ বা ডেক্সটপের যাবতীয় হার্ডওয়্যার ঠিক মত কাজ করবে।
কিন্তু আপনি যখন বিদেশ থেকে কোন ল্যাপটপ কিনে আনেন তার সাথে কোন প্রকার মাদারবোর্ডের সিডি বা ডিভিডি থাকে না। যার ফলে আপনি নতুন করে উইন্ডোজ সেটআপ করার পরেই বিপদে পরে যান। তবে বর্তমানে যে উইন্ডোজ ৭ এর ডিভিডি আছে সেটা সেটআপ করার পরেই কিছু কিছু ড্রাইভার অটো পায় । তাতে করে সেই সব হার্ড ওয়্যার ঠিক মত কাজ করতে পারে না। তাই আপনাকে অবশই মাদারবোর্ডের সিডি সেটাআপ দিতে হবে। েএই কারনেিআমি আপনাদের জন্য নিয়ে আসলাম DriverPack_17.7.16 । এটার সাহায্যে আপনি যেকোন ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের মাদারবোর্ডের ড্রাইভার সেটআপ দিতে পারবেন। এটি মোট ১১ জিবি । আমি এটাকে 500 এমবি করে মোট ২৩টি পার্ট করে দিয়েছি। যাতে করে আপনারা খুব সহজেই এট ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আজকে আমি এটার ডাউনলোড লিংক দিয়েছি। এর পরে শিখাব কিভাবে এটি ব্যবহার করবেন।
DriverPack Solution ডাউনলোড করতে হলে নিচের বাটনে ক্লিক করুন-
asus H61M-PLUS&H61M-A_USB3 maderbod Intel(R) Core (TM)i5-3470 CPU @ 3.20GHz kota lagbay????
ReplyDeleteবাজার থেকে নতুন কোন ড্রাইভার প্যাক কিনে আনুন। তারপরেসেটআপ করে দেখেন। আশাকরি কাজ হবে
Deletecd rom a problem ekhon kivabe korbo?
ReplyDeleteএটা যদি আপনি ডা্উনলোড করে থাকেন তাহলে তো সিডি রোমের কোন প্রয়োজন নেই। তবে অন্য কারও কম্পিউটারের যদি ডাউনলোড করে থাকেন। তাহলে সেটা পেন ড্রিাইভে কপি করে আনতে পারেন।
DeleteMSI motherboard a ati ki kaj korbe
ReplyDeleteজি অবশ্যই করবেন কোন চিন্তা করবেন নাা
DeleteThank You Sir
ReplyDeleteআপনাকেও অনেক অনেক ধন্যবাদ
DeleteThank you so much
ReplyDeleteআপনাকেও অনেক অনেক ধন্যবাদ
Deleteএখান থেকে সবগুলি ফাইল ডাউনলোড করতে হবে??
ReplyDeleteআমার কম্পিউটারে উইন্ডোজ সেটাআপ দেওয়ার পরে সাউন্ড আসে না, মাদার বোড সিডি হারিয় ফেলেছি, এখন আমি কি ২৩ টি পাট এর সাউন্ড সিস্টেমের জন্য শুধু সাউন্ড এর পাটটি ডাউনলোড নিয়ে কাজ করতে পারব? সব গুলি ফাইল ডাউনলোড দেওয়া আনেক কঠিন -কারন ১১ জিবি, তাহলে কত নম্বর পাট ডাউনলোড দেব???
ReplyDeleteআমার মাদারবোড টি গিগাবাইট।
সব গুলো প ার্ট ডাউনলোড করতে হবে। পরে আনজীপ করলে একটি ফাইল হবে। তারপরে আপনি সেটি সেটআপ করলে আপনার কম্পিউটারের অপ্রঢোজনীয় সব ড্রাইভার সেটআপ হয়ে যাবে।
Deletezip ফাইল তো অপেন হয় না তাহলে কি করব।
ReplyDeletehttp://www.jobbdshop.com/2018/05/winrar.html
Deleteপ্রথমে আপনাকে নিচের লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তারপরে সেই ফাইল আপনাকে আনজিপ করতে হবে।
ReplyDeletehttp://www.jobbdshop.com/2018/05/winrar.html