How To Use Rectangular Marquee Tool In Adobe Photoshop Cs3
এডোবি ফটোশপের ২য় টুলটি হচ্ছে Rectangular Marquee Tool । শর্টকার্ট কমান্ড হচ্ছে M। িএই টুলটির সাহায্যে আপনি যেকোন ছবি থেকে বক্স আকারে কপি বা ডিলেট করতে পারবেন।Rectangular Marquee Tool এটির সাহায্যে আপনি চাইলে বর্গ আকারেও রঙ দেওয়া, অথবা ছবির যেকোন বড় অংশ অথবা ছোট অংশ কপি করে অন্য কোন নতুন পেজেও সেটি ব্যবহার করতে পারবেন। তাই Rectangular Marquee Tool এর সম্পূর্ণ ব্যবহার শিখতে হলে অব্যশই আপনাকে নিচের ভিডিওটি দেখতে হবে। ভিডিওর কোন অংশ টেনে টেনে দেখলে ঠিক মত কিছুেই শিখতে পারবেন না। তাই সবার কাছে অনুলোদ থাকবে, বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজ শিখে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী।

No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ