Windows Seven এর Star Menu তে Run বাটন যুক্ত করুন খুব সহজেই
অপারেটিং সিস্টেম
এক্সপিতে রান অপশনটি স্টার্ মেনুতে যুক্ত ছিলো। Run কমান্ডের সাহায্যে যেকোন কাজ অতি
দ্রুত করা সম্ভব। বিশেষ করে Temp File ডিলিট করা। দ্রুত গতিতে Tree করা সহ অনেক কাজ
রয়েছে।যেগুলো Run Command এর সাহায্যে করা যায়। কিন্তু অপারের্টিং সিস্টেম সেভেন এর
Start মেনুতে রান অপশন যুক্ত করা নেই। যার ফলে যখনই আপনাদের এই রান অপশনটি প্রয়োজন
হয় । ঠিক তখনই আমরা কি-র্বোড শটকাট ব্যবহার করে রান অপশনটি নিয়ে আসি।
কিন্তু আপনারা চাইলে অপারেটিং সিস্টেম সেভেন এর স্টার্ মেনুতে রান কমান্ড যুক্ত করতে পারেন। ঠিক এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে মাউসের Right বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে।নিচের ছবিটি লক্ষ্য করুন-
কিন্তু আপনারা চাইলে অপারেটিং সিস্টেম সেভেন এর স্টার্ মেনুতে রান কমান্ড যুক্ত করতে পারেন। ঠিক এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে মাউসের Right বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করতে হবে।নিচের ছবিটি লক্ষ্য করুন-
Properties এ
ক্লিক করার পরেই Taskbar and Start Menu Properties নামের একটি ডায়লগ বক্স আসবে ।
সেখাণে আপনাকে
Customize এ ক্লিক করতে হবে। এর ফলে Customize Start Menu নিচের মত ছবিটি দেখতে পাবেন।
উপরের ছবিটি আসলে
আপনাকে স্ক্রোল করে নিচে নিয়ে আসতে হবে। এখানে লক্ষ্য করুন Run Command এ ক্লিক করে
ওকে ক্লিক করতে হবে। তারপরে Apply এ ক্লিক করে ওকে ক্লিক করলেই আপনার স্টাট মেনুতে
রান অপশন চলে আসবে।
আশাকরি শিখতে
পেরেছেন। অবশ্যই কমেন্টসকরে জানাবেন কেমন হলো। আর কি কি আপনরা শিখতে চান কমেন্টস করে
জানাবেন। আমি সব ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরী করে দিবো-ইনশাআল্লাহ




No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ