Breaking News

605 জনকে নিয়োগ দেবে বিআরটিসি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন [বিআরটিসি]। পরিবহন সংস্থাটি বাস/ট্রাক চালক হিসেবে নিয়োগ দেবে। আগ্রহী সবাই আবেদন করতে পারেন।


পদের নাম- বাস/র্ট্র্যাক চালক

পদসংখ্যা – বাস ট্র্যাক চালক পদে মোট 605 জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম  অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ্য ড্রাইভি লাইসেন্স এবং কর্মক্ষেত্র কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 20 মাচ 2019 অনুর্ধ্ব 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন
জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9300-22490 [গ্রেড-16] টাকা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি-
আগ্রহী প্রার্থীদের  সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্রসহ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি ডাকজোগে/সরাসরি পাঠাতে হবে।

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ