Breaking News

ত্রিশাল সরকারী নজরুল একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি

ত্রিশাল নজরুল একাডেমী, ত্রিশালে সম্পূর্ণ খন্ডকালীন ভিত্তিতে বাংলা {01 জন}, ইংরেজি  {01 জন}, পদার্থবিজ্ঞান {01 জন}, রসায়ন {01 জন}, ব্যবসায়ী শিক্ষা {01 জন}, শরীর চর্চা {1 জন} বিষয়ে অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন শিক্ষক নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শরীর চর্চা বিষয়ে বিপিএড ডিগ্রিধারী হতে হবে।

শর্তাবলী
1। স্বহস্তে লিখিত আবেদন অবশ্যই 11/4/2019 তারিখের বিকাল 5.00 ঘটিকার মধ্যে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল-এর কার্যালয়ে ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
2। শিক্ষক স্বল্পতা  থাকায় সাময়িক সময়ের জন্য সম্পূর্ণ খন্ডকালীন এ নিয়োগ প্রযোজ্য।
3। খন্ডকালীন শিক্ষক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। স্থায়ীকরণ করা হবে না।
4। চাকুরিপ্রার্থী কখনোই এ চাকরি স্থায়ী করার জন্য অথবা সরকারি করার জন্য কোন রূপ দাবি/আবেদন/ মামলা করতে পারবে না।
5।  কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ খন্ডকালীন শিক্ষকদের যে কোনো সময় বরখাস্ত করতে বা চাকরি থেকে অবধি দিতে পারবে।
6। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
7। এই নিয়োগের সাথে সহকারী নিয়োগের কোন সংশ্লিষ্টতা নেই।
8। এই নিয়োগে কর্তূৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
9। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থী লিখিত, ডেমো ক্লাস এবং মৌখিক পরীক্ষা গ্রহণ সাপেক্ষে খন্ডকালীন ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
10। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্তের পরিবর্তন, পরিমার্জন  অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।





No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ