Breaking News

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক নিয়োগ 2018” প্রবেশপত্র ডাউনলোড

বন্ধুরা আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত “সহকারী শিক্ষক নিয়োগ 2018” এ পদের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে তাদের সকলের্ মোবাইলে “সহকারী শিক্ষক নিয়োগ 2018” এর প্রবেশপত্র ডাউনলোড করার জন্য SMS পেয়েছেন। আপনারা সকলেই আমার নিচের লিংক থেকে আপনাদের সকলের সহকারী শিক্ষক নিয়োগ এর  প্রবেশপত্র ডাউনলোড করে নিবেন।




উপরের লিংকে ক্লিক করার পরে অনেক সময়সাইটটি নাও আসতে পারে। তাতে কোন সমস্যা নয়। আপনি বার বার ব্রাউজারটি লোড দেন। অথবা এই লিংকে ক্লিক করেন পূনরায়।

পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশাবলী 

১। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

২। পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার্থী
অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন।

৩। প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন
কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাত ঘড়ি বা যে কোন ধরনের ইলেকট্রনিক্স
ডিভাইস বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে
প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। আবেদনপত্রে প্রার্থীর দেয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সীটে প্রদত্ত স্বাক্ষরসহ সকল তথ্যে মিল থাকতে হবে।

৫। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

৬। মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষাস্থলে উপস্থিত থাকতে হবে।

৭। মৌখিক পরীক্ষা বোর্ডে পরীক্ষার্থীকে সকল শিক্ষগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত সনদ ও সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি
প্রদর্শন করতে হবে।

৮। এবারকার পরীক্ষায় ওএমআর ফরমে সেট কোডসমূহ পূর্ব-পূরণকৃত অবস্থায় থাকবে।

৯। আপনাকে কোন সেট কোডের ওএমআর ফরম দেয়া হবে তা এই প্রবেশপত্রে স্বাক্ষরের নীচে উল্লেখ করা আছে এবং আপনাকে পরীক্ষা হলে যে
ওএমআর ফরমটি দেয়া হবে তাতে সেই সেট কোডটি পূর্বে-পূরণকৃত অবস্থায় আছে কী না তা দেখে নিবেন।

১০। এবারকার পরীক্ষায় প্রশ্ন পত্রের সেট কোডসমূহ এবং ওএমআর ফরমের সেট কোড ভিন্ন হবে। আপনার ওএমআর সেট কোড এর বিপরীতে কোন
সেট কোডের প্রশ্ন পাওয়ার কথা তা পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন। আপনি ঠিক কোডের প্রশ্নটি পেলেন কী না
তা নিশ্চিত হয়ে নেবেন।

১১। প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর-এর সেট কোড ব্যতীত অন্য সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে।

১২। পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার আসন কোন রুমে তার তালিকা টানিয়ে দেয়া হবে এবং রুমের সামনে আপনার আসনের অবস্থান উল্লেখ করা
থাকবে।

১৩। স্বাক্ষর লিপিতে আপনার প্রশ্নের সেট কোড যথাস্থানে পূরণ করবেন এবং উপস্থিতি বৃত্তটি অবশ্যই ভরাট করবেন।

১৪। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)) পাওয়া যাবে।

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ