মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একই ফাইলে ভিন্ন মার্জিন ও পেজ সেটআপ
বন্ধূরা কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভাল। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আজকের ভিডিওতে জানতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে একই ডকুমেন্ট অথবা একই ফাইলে কিভাবে পেজ সেটআাপ ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া যায়। আপনি চাইলে A4 পেজ সেটআপ নিয়ে সেই পেজেই আপনি Legal Size পেজ সেটআপ করতে পারবেন।
এমন কি দুটো পেজে আপনি আলাদা আলাদ পেজ মার্জিন দিতে পারবেন। এছাড়াও সেই পেজেই আপনি লেটার সাইজের পেজ সেটআপ করতে পারবেন। েএতে করে সুবিধাটা কি? বিশেষ করে যারা কম্পিউটারের কম্পোজের দোকানে কাজ করে থাকেন । তাদের কাছে অনেক কাস্টমার আসে। েএবং বলে তারাতারি এই কম্পোজ টা করে দেন। সেই ক্ষেত্রে আপনি নতুন কোন ডকুমেন্ট বা ফাইল খুলার প্রয়োজন নেই। আপনি যেই পেজে কম্পোজ করছেন। ঠিক সেই একই পেজে Ctrl+Enter দিয়ে পরের পেজে গিয়ে কার কাজটি কম্পোজ করতে পারবেন এবং কম্পোজ শেষ করে ইচ্ছামত পেজ সেটআপ করতে পারবেন। কিন্তু কাজটি কিভাবে করবেন হয়ত আপনারা জানা নেই। তাই আপনাদের জন্য সম্পূর্ণ কাজটি ভিডিও টিউটোরিয়াল আাকারে শিখানো হয়েছে।
তবে আমার ভিডিও যদি আপনাদের ভাল লেগে থাকে। তাহলে নিচের লিংকে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন-
Became a Channel Member- https://bit.ly/2HiEl2OSubscribe Azmol Photoshop: https://bit.ly/2HiEl2O


No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ