Breaking News

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন

৩৯তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন ( এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস


যোগ্যতাঃ
১.বয়স- ০১ জানুয়ারি ২০২০ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (এভিডেভিড গ্রহণযোগ্য নয়)
২. শারিরীক মান ( নূন্যতম) ।
(ক) উচ্চতাঃ ১.৫৭ মিটার ( ৫ ফুট ২ ইঞ্চি)
(খ) ওজনঃ ৪৯ কেজি (১০৯ পাউন্ড)
(গ) বুকের মাপঃ স্বাভাবিক -০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ - ০.৭৬ মিটার ( ৩০ ইঞ্চি)
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
৩. শিক্ষাগত যোগ্যতা - এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উভয়ই জিপিএ ৩.৫০ সহ সরকার কতৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিসিএস- ইন - নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশীপ সম্পর্নকারী।
৪. বৈবাহিক অবস্থা - বিবাহিতা/ অবিবাহিতা /বিধবা / তালাকপ্রাপ্তা
৫. জাতীয়তা - জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ;


আবেদন করার পদ্ধতিঃ


৬. ২৩শে আগস্ট ২০১৯ তারিখ হতে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home page এর উপরে ডান দিকে Apply Now তে ক্লিক করে 39th DSSC (AFNS) - এ Apply করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ Trust bank, t-kash, VISA/ MASTER card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ৫০০/= পাচশত টাকা ( অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই

ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষনিক ভাবে লিখতি পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যায় ।
৭.অনলাইনে আবেদন করতে যে- কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টমার সাপোর্ট নম্বরে
(+৮৮০১৮৮০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।
                  
আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন








--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ