Breaking News

ফেসবুকের ভিডিও ও থাম্বনেইল ছবি ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই

বন্ধূরা আপনারা যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। আপনাদের টাইমলাইনে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকে। এছাড়াও অনেক ধরনের ফেসবুক পেজ ও গ্রুপ আছে যেখানে প্রচুর ফানির ভিডিও, বাংলা নাটক, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, হলিউড সিনেমা, টামিল মুভি সহ বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকে।
আপনাদের মথ্যে অনেকেই আছেন, যারা এই সব ভিডিও ডাউনলোড করে বিভিন্ন ধরনের ফানি ভিডিও, বাংলা ডাবিং ভিডিও তৈরী করে ইউটিউবে আাপলোড করে থাকেন। কিন্তু ফেসবুক থেকে এই সব ভিডিও ডাউনলোড করতে গেলে আপনাদের অনেক ধরনের ঝামেলা করতে হয়। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যতটা সহজ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা অতটা সহজ না। এছাড়াও আপনারা চাইলে ফেসবুকের যে ভিডিও গুলো শেয়ার করে থাকে, তার যে থাম্বনেইল  ছবি আছে সেগুলোওআপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হবে। তাহলে নিচের মত ওয়েব সাইটটি দেখতে পাবেন।


এর পরে আপনি ফেসবুক থেকে যে ভিডিও ডাউনলোড করতে চান। সেই ভিডিওর উপর মাউসের রাইট বাটনেক্লিক করুন।তাহলে একটি মেনু আসবে। সেখানে আপনাকে Show video URL এ ক্লিক করতে হবে। নিচের ছবিটির মত


Show video URL এ ক্লিক করার পরেই একটি URL বিশিষ্ট ম্যাসেজ বক্স আসবে। সেই ইউআরএলটি কপি করতে  হবে।  আমি আপাতত একটি  ইউআরএল দিলাম -(https://www.facebook.com/marvelavengersclips/videos/1356958097792555/)


এরপরে উপরে যে ওয়েব সাইটির লিংক দিয়েছি। সেই ওয়েব সাইটে গিয়ে আপনাকে লিংকটি পেষ্ট করতে হবে। তারপরে সেই বরাবর ডাউনলোড বাটনে ক্লিক করুন- নিচের ছবির মত


 উপরের কাজটি সম্পূর্ণ করতে পারলেই আপনি নিজের ছবির মত ডাউনলোড করার অপশন পাবেন। সেখান থেকে আপনি Download Video in Normal Quality এবং Download Video in HD Quality কোয়ালিটির ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন। এছাড়াও ঠিক তার পাশেই আপনি পাবেন থাম্বনেইল ছবিটি। 

এখান থেকে আপনার যেটা ইচ্ছা হয়,তাতে ক্লিক করেন। আর ডাউনলোড করে ফেলুন ফেসবুকের ভিডিও। আর ছবি ডাউনলোড করতে হলে, ছবির গায়ে মাউসের ডানবাটনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন।

ঠিক এইভাবে আপনি ফেসবুকে শেয়ার করা যাবতীয় ভিডিও ও থাম্বনেইল ছবির খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। 
--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ