Breaking News

মাউসের রাইট ক্লিকে New মেনু যুক্ত করুনhow to restore mouse right click new menu

বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভাল। আমিও আল্রাহর রহমতে ভাল আছি। বন্ধুরা আপনারা যারা ল্যাপটপ অথবাা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করেন। আপনাদের ল্যাপটপে অথবা  ডেক্সটপ কম্পিউটারে মাউসের রাইট  বাটন ক্লিক করলে একটি মেনু আসে। সেই মেনুতে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এড করতে পারেন। যেমন- All Drive Tree এটি কিভাবে এড করবেন, সেই ভিডিও আমি তৈরী করেছি। কিন্তু বন্ধুরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে নিউ অপশন আসে। সেটা আপনাদের মধ্যে অনেকেই ডিলিট বা রিমুভ করে ফেলেন।


সেটা আর কোন  অবস্থাতেই ফিরিয়ে আনতে পারেন নাা। তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই্ আজকে শিখাবো কিভাবে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে কনটেস্ট  মেনু আসে তাতে নিউ অবশন কিভাব ফিরিয়ে আনেবেন।


প্রথমে স্টার্ট এ গিয়ে Run অথবা Win+ R চাপুন। রান অপশন আসলে সেখানে লিখুন-regedit
এর পরে রেজিষ্ট্রি এডিট  অপশনটি চালু হবে। এখান থেকে আপনাকে যেতে হবে-

HKEY_CLASSES_ROOT এ।

HKEY_CLASSES_ROOT এর আন্ডার থেকে আপনাকে যেতে হবে সরাসরি-Directory

Directory এটির আন্ডারে আপনি পাবেন-Background। তারপরে আপনি Background এর আন্ডারে দুটি ফোল্ডার পাবেন। একটি হচ্ছে Shell অপরটি হচ্ছে Shellex । আপনাকে যেতে হবে Shellex এ।

তারপরে Shellex আন্ডারে ContextMenuHandlers । এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে  New এক্লিক করে Key ক্লিক করতে হবে।

তারপরে নাাম দিতে হবে New। তারপরে New এর বরাবরে দেখতে পাবেন (Default)। আপনাকে (Default) এ  ডবল ক্লিক করতে  হবে। তাহলে একটি বক্স ওপেন হবে। ওই বক্সে Value Data আপনাকে নিচের লাইকটি কপি করে দিতে হবে।   

{D969A300-E7FF-11d0-A93B-00A0C90F2719}

তারপরে আপনার কাজ শেষ। ফিরে আসবে আপনার সেই নিউ অপশন।
--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ