ডাউনলোড করে নিন অনেক জনপ্রিয় বিজয় ফন্ট Sutonny EMJ
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মাইক্রোসফট অফিস ব্যবহার করেন। বাংলা লিখার জন্য্য বিজয় বায়নো ব্যবহার করেন। কিন্তু মাইক্রোসফট অফিস ২০০৭ এবং এর পরের ভার্সনে Sutonny EMJ ফন্টটি নেই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মাইক্রোসফট অফিসে Sutonny EMJ ফন্টটি সর্বদা ব্যবহার করেন।
তাই এই Sutonny EMJ ফন্টটি আপনাদের খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করেন। কারণ যদি Sutonny EMJ ফন্টটি পাওয়া যায়। প্রকৃত অর্থে বিজয় ২০০৩ সেটআপ করার পরেই আপনাদেরকে বাংলা ফন্ট ইনস্টল করতে হয়। কিন্তু বিজয় বায়ানো বাংলা সফটওয়্যার ইনস্টল করার পরেই কোন ফন্ট ইনস্টল করতে হয় না। কারণ বাই ডিফল্টি হিসেবে প্রয়োজনীয় যাবতীয় বাংলা ফন্ট অটোমেটিক ভাবে ইনস্টল হয়ে যায়। যখন এই ইনস্টলটি তৈরী করা হয় ঠিক তখন ভূলবসত Sutonny EMJ ফন্টটি দিতে ভুলে যায়। সেই কারণে আপনার ডেক্মটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে বিজয় বায়ানো ইনস্টল করে থাকেন, তখন Sutonny EMJ ফন্ট ইনস্টল হয় না। তাই আাপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শেয়ার করতে যাচ্ছি Sutonny EMJ বাংলা ফন্ট। খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। কারণ এটি মিডিয়া ফায়ারে আপলোড করে শেয়ার করা হয়ছে।
--------------------------------------------------------------------
Thank You
ReplyDeleteরিয়া মনি
ReplyDeleteWhere is the link??
ReplyDelete