Breaking News

সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2020

ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর ডিপিডিসির আওতাধীর এলাকায় বিদ্যুৎ বিতরন ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশারী করণ প্রকল্পের আওতায় শুধুমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য (30.06.2024 পর্যন্ত) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সহকারী প্রকৌ্শলী পদে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী 
পদ সংখ্যা -21টি।

অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ- 25.02.2020।
সম্পূর্ণ নিয়েূাগ বিজ্ঞপ্তি ও অনলািইনে আবেদনের জন্য ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.gov.bd/career অথবা www.dpdc.org.bd/career এ দেখুন।



--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ