Breaking News

বন অধিদপ্তর (বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল) নিয়োগ বিজ্ঞপ্তি

কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভাল। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আপনাদের মধ্যে অ নেকেই আছেন যারা বর্তমানে  তেমন কোন ধরনের কাজ করছেন না। এছাড়াও অনেকেই আছেন যারা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে চাকুরী খুজছেন। আপনাদের মত এই ধরনের লোককে আমি চাকুরি তো দিতে পারব না। কিন্তু তাই বলে যে যেকোন ধরনের চাকুরীর সন্ধান দিতে পারব না তা কি করে হয়। বন অধিদপ্তর (বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল) নিয়োগ বিজ্ঞপ্তি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল
কৈগাড়ী, বগুড়া
পত্র নং- ২২.০১.০০০০.২০১,০৫.০৯০.২০.৫২৪   www.prebd.com


নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শুন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাইতেছে


নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
১। ০১/০৩/২০২০ খ্রিঃ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বৎসরের মধ্যে হইতে হইবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮-৩২ বৎসরের মধ্যে হইতে হইবে এবং মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য বয়স ১৮৩০ বৎসরের মধ্যে হইতে হইবে

২। সরকারি চাকরি কিংবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত থাকিলে স্বীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে  হইবে

৩। সরকার নির্ধারিত বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক প্রার্থী বাছাই করা হইবে। প্রার্থীদেরকে এতদুদ্দেশ্যে আয়োজিত ক্ষেত্র অনুযায়ী লিখিত, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ সময়সূচী যথাসময়ে প্রার্থীদেরকে তাহাদের বর্তমান ঠিকানায়ন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforestov.bd) এর মাধ্যমে জানানো হইবে।

৪।উপরোক্ত ছকের ক্রমিক নং ০১ ০২ বর্ণিত পদের প্রার্থীদের বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফশীল অনুযায়ী এবং ক্রমিক নং০৩ বর্ণিত প্রার্থীদের তফশীল অনুযায়ী গৃহিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।

৫। উপরোক্ত ছকে বর্ণিত পদে সরকারি পরিপত্র মোতাবেক নিয়োগ প্রদান করা হইবে। ইহাছাড়া, সরকারি নির্দেশনা মোতাবেক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিম শারীরিক প্রতিবন্ধী, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বর্তমান প্রচলিত কোটা জেলা কোটা ক্ষেত্রমতে যথাযথভাবে অনুসরণ করা হইবে।

৬।আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা প্রদান করিতে হইবেঃ
() শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদপত্র।
() জাতীয় পরিচয় পত্রজন্ম সনদ।
() সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
() প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম এবং পরিচিতি নম্বরসহ সিলমোহর) কর্তৃক চারিত্রিক সনদপত্র।
() শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি এবং আনসার ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কনার পিতা-মাতার পুত্র-কন্যার পুত্র-কন্যাগণের পিতামহ/মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র (সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদসহ)
() আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হইলে তাহার স্বপক্ষে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।

৭। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশতঃ যে কোন পর্যায়ে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

৮। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হাসবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে

৯। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমন ভাতা/দৈনিক ভাতা দেওয়া হইবে না।

১০। প্রার্থীত পদের নাম, নিজ জেলা কোটা (যদি থাকে) খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে

১১। নিয়োগের বিষয়ে যে কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে।

১২। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলিয়া গণ্য হইবে

দরখাস্ত দাখিলের নিয়মাবলী
১। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম (চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েব সাইট www.btorest.ov.bd এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mopa.gov.bd হইতে ডাইনলোড করিয়া ব্যবহার করা যাইবে। ইহা ছাড়া, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, কৈগাড়ী, বগুড়ার দপ্তর হইতে অফিস চলাকালীন সংগ্রহ করা যাইবে) যথাযথভাবে পূরণ করতঃ আবেদন ফরম বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল, কৈগাড়ী, বগুড়ার ঠিকানায় আগামী ১৫/০৪/২০২০ খ্রিঃ তারিখের মধ্যেঅফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি অবশ্যই পৌছাইতে হইবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন পত্র গ্রহণ করা হইবে না।

২। চাকরির আবেদন ফরমের ক্রমিক নং-০১ হইতে ২১ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করিতে হইবে। অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলিয়া পণ্য হইবে।

৩। চাকরির আবেদন ফরমের সহিত প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট আকারের (চার) কপি ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সংযুক্ত করিতে হইবে।

৪। সরকার নির্ধারিত আবেদন ফরমের যথাস্থানে স্পষ্ট করিয়া স্বাক্ষর করিতে হইবে

৫। প্রার্থীদেরকে প্রত্যেক পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, বগুড়ার অনুকূলে ১০০ (এক শত) টাকার অফেরৎ যোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কোড নং৬/৪৫৩১০০০০৮৮৩১ খাতে ট্রেজারী (সাবট্রেজারী, বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ১০০ (এক শত) টাকার অফেরৎযোগ্য ট্রেজারী চালান জমা দিয়ে চালানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মুল কপি আবেদন ফরমের সহিত অবশ্যই দাখিল করিতে হইবে।

৬। প্রার্থীকে তাহার বর্তমান ঠিকানা (খামের ডান পার্শ্বে সম্বলিত /- (ছয়) টাকার ডাক টিকিটসহ "x১০" সাইজের ১টি ফের খামআবেদন পত্রের সহিত সংযুক্ত করিয়া দিতে হইবে

মুহাম্মদ সুবেদার ইসলাম)
সদস্য-সচিব বিভাপীয় নির্বাচন কমিটি রাজশাহী রংপুর বিভাগ
বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ, বগুড়া। টেলিফোন : ০৫১-৬৬৪৩৬
সিজি - ৬৩৯ / ২০



--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ