৫৩৮ পদে অডিটর পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভাল। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আপনাদের মধ্যে অ নেকেই আছেন যারা বর্তমানে তেমন কোন ধরনের কাজ করছেন না। এছাড়াও অনেকেই আছেন যারা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে চাকুরী খুজছেন। আপনাদের মত এই ধরনের লোককে আমি চাকুরি তো দিতে পারব না। কিন্তু তাই বলে যে যেকোন ধরনের চাকুরীর সন্ধান দিতে পারব না তা কি করে হয়। আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকের অর্থ বিভাগ এর মন্ত্রণালয়ের কিছু শূণ্য পদে অডিটর পদে চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ করছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা সকলেই আবেদন করেন।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং- ০৭.০০.০০০০,০৮২.১১.০০২.১৮-৪৯৬, তারিখ: ০৩-১২-২০১৯খ্রিঃ এর মাধ্যমে শূন্য পদ পূরণের ছাড়পত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১তম গ্রেডভুক্ত (টাকা ১২,৫০০ - ৩০,২৩০/-) নিম্নোক্ত স্থায়ীপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়ঃ
১। ০১/০৩/২০২০খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা
(i) সকল প্রার্থীদের মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ১৮-৩০ বছর।
(ii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর।
(iii) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ১৮-৩০ বছর।
(iv) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ০৪/১০/২০১৮খ্রিঃ তারিখের পরিপত্র নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৩। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির কপি মেখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। চাকরিতে নিয়োগ প্রাপ্তদের বাংলাদেশের যে কোন জায়গায় অবস্থিত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন যে কোন কার্যালয়ে পদস্থাপন করা হবে।
৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
৭ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
৮। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলিঃ।
(ক) এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
http://cqa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে
পারবেন।আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
(i) online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ ও সময়ঃ ০৫/০৪/২০২০খ্রিঃ সকল: ১০:০০ ঘটিকা।
(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০৫/০৫/২০২০খ্রিঃ বিকাল: ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্ ৩০০x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) যেহেতু online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা (সংশ্লিষ্ট সনদ মোতাবেক) সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Applicant's Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে বর্ণিত পদের জন্য মোট ১১২/- টাকা (একশত বার) [পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।




No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ