Breaking News

আপনার 30 সেকেন্ড থেকে 5 মিনিট একজনের জীবন বদলাতে পারে

এই কথাটা তাদের জন্য যারা অন্যের ভিডিওতে লাইক দেয় না, কোন কমেন্টস ও সাবস্ক্রাইবও করে না। আমাদের মধ্যে অনেকেই আছে, যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে। এই ভিডিও তৈরী করতে অনেক সময় ও কষ্ট করতে হয়। এই কষ্টগুলো করে মূলত দুটি কারণে। প্রথমটি হচ্ছে আপনাদের জন্য ২য়টি হচ্ছে নিজের জন্য।
           
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউব থেকে অনেক ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখে কম্পিউটারের অনেক কাজ শিখেছেন। এতে করে আপনাদের অনেক উপকারও হয়েছে। কিন্তু কখন কি ভেবেছেন যে এই টিউটোরিয়ালটি তৈরী করল তার কি লাভ হচ্ছে। আপনি যখন তার ভিডিওটি দেখেন তখণ তার ভিডিওর অনেক ভিউ বারে। কিন্তু ভিউ যতই বেশি হোক না কেন। আপনারা যদি তার ভিডিও চলাকালীন সময় যে এ্যাড বা বিজ্ঞাপন চলে তাতে ক্লিক না করেন, তাহলে তার তেমন বেশি ইনকাম হয় না। একজন ইউটিউবারস মূলত ইউটিউবে ভিডিও আপলোড করে শেয়ার করে টাকা ইনকাম করার জন্য।

অনেকেই আছেন যারা ভিডিও আপলোড করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য । কিন্তু আপনারা কি করেন? সেই ভিডিওগুলো ঠিক মত দেখেন না। কখনও শেয়ার করেন না। আবার কেউ আছেন ভিডিও লাইক দেন না। কিন্তু ডিসলাইক দিতে ভুলেন না। আসলে আমরা সবাই মানুষ কিন্তু সবার রুচি তো এক না। কখনও কেউ কোন ভিডিও বানালে সবার পছন্দ হতে হবে এমন কোন কথা নয়। তাই যারা কষ্ট করে ভিডিও বানায়। তাদের ভিডিওতে লাইক দিতে না পারেন কিন্তু ডিসলাইক দিয়েন না। লাইক বা ডিসলাইক দিলে আপনার কোন ক্ষতি হচ্ছে না বা আপনার কোন টাকা লাগছে না। কিন্তু যারা ভিডিও তে একটি লাইক দিলেন একটি কমেন্টস করলে । তাতে করে তার অনেক উপকার হলো। পাশাপাশি সে ভিডিও বানাতে উৎসাহ হলো।

তাই সবাইকে উৎসাহ দিন। কষ্ট করে বেশি লিখতে হবে না। অন্তত নাইস কথাটি লিখে দেণ। তাতে সে অনেক আনন্দীত হবে। নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবে। তাই যারা এখন আমার এই পোষ্টটি পড়ছেন প্লীজ আপনারা সবাই প্রমিজ করেন যে আজকের পর থেকে কারও কোন ভিডিওতে ডিস লাইক দিবেন না। কারও কোন ভিডিওত রিপোর্ট করবেন না। যদি কোন ভিডিওতে দেখেন যে টাইটেল লিখছে এক আর ভিডিও আরেক, ডিসক্রিবশস সম্পূর্ণ রূপে ভিন্ন । তাহলে ডিসলাইক দিতে পারেন অথবা সেখানে কমেন্টস করে তাকে বলতে পারেন এই জাতীয় কাজ যেন আর না করে।।কিন্তু যারা সব কিছু ঠিক লিখে, তাদের ভিডিও যদি আপনার পছন্দ নাও হয়, তাহলে আপনি সাউন্ড অফ করে দেন নতুন আরেকটি ব্রাউজার ওপেন করে আপনি আপনার কাজ করেন। তার ভিডিও শেষ হলে আপনি অন্য ভিডিও দেখেন। কিন্তু যারা কষ্ট করে ভিডিও বানায় তাদের কষ্টের পরিশ্রম বৃথা যেতে দিয়েন না। কারণ যারা ইউনিক ভিডিও তৈরী করে শুধু মাত্র তারাই জানে একটি ভিডিও বানাতে কতটা কষ্ট।  

আশাকরি বুঝতে পেরেছেন। আমার পোষ্ট যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই বলব শেয়ার করবেন সকল সোস্যাল মিডিয়াতে আর অবশ্যই কমেন্টস করবেন।    


No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ