ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো ও আউট্রো তৈরী করার অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার
বর্তমানে
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ও
নতুন ইউটিউবে কাজ করে থাকেন। কারণ বর্তমানে ইন্টারনেট থেকে টাকা ইনকামের ওয়েব সাইট
হিসেবে ইউটিউব ২য় স্থানে আছেন। এখানে কাজটাও অনেকটা সহজ অল্প কিছু সফটওয়্যারের কাজ
শিখলেই হবে।
তবে প্রত্যেকটা ভিডিওর আগে ও শেষে ছোট একটা ৫ সেকেন্ডের অথবা 10
সেকেন্ডের ভিডিও দিতে হয় তাকে বলা হয় ইন্ট্রো ও আউট্রো। তবে এই সকল ইন্ট্রো-আউট্রো
ভিডিও বানাতে হলে যেই সব সফটওয়্যার প্রয়োজন হবে, আজকে আমি আপনাদেরকে সেই সব
সফটওয়্যারের ডাউনলোড লিংক দিব। সব সফটওয়্যার সংগ্রহ করে রাখবেন। কারণ পরে এই সব সফটওয়্যার
গুলোর উপর অনেক পোষ্ট করা হবে এবং কোন সফটওয়্যার দিয়ে ইউটিউবের জন্য কিভাবে ভিডিও
এডিটিং করতে হয় তাও শিখতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি সফটওয়্যারের উপর বাংলা ভিডিও
টিউটোরিয়ালও আপনারা পাবেন।
স্ক্রীন
রেকর্ড করার জন্য বেষ্ট সফটওয়্যার হচ্ছে Camtasia Studio। যেকোন সফটওয়্যারের উপর
বাংলা ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে হলে এটি অনেক জনপ্রিয় একটি স্ত্রীন রেকর্ড সফটওয়্যার।
অনেকটাই ইউজার ফ্রেন্ডলি। অনলাইনে আপনারা ক্যামটাসিয়া স্টুডিওর অনেক ইন্ট্রো
ও আউট্রো তৈরী করা টেমপ্লেট পাবেন। যেগুলো
Camtasia Studio দিয়ে তৈরী করা হয়েছে।
Ulead
Media Studio 7.0 – Win xp
Ulead
Media Studio 8.0 – Win xp
ভিডিও
এডিটিং করার সফটওয়্যার এর মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে ইউলিড মিডিয়া স্টুডিও। এটির
সাহায্যে আপনি সকল প্রকার অনুষ্ঠানের ভিডিও এডিটিং করতে পারবেন। বিয়ের অনুষ্ঠান,
জন্মদিনের, সুন্নতে খাৎনা সহ নাটক ও কৌতুক নকশার। তবে সমস্যা হচ্চে এটি শুধু মাত্র
উইন্ডোজ এক্সপি ছাড়া অন্য কোন অপারেটিং এ চলবে না। তবে উইন্ডোজ সেভেন এ কিভাবে
চালাতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখাবো।
particleIllusion
3.0 (WinXP, Win7, 8)
ভিজুয়্যাল
ইফেক্ট এটির কথা আপনারা অনেকেই জানেন। অনেক মুভিতে ভিজুয়্যাল ইফেক্ট এই সফটওয়্যার
দিয়ে তৈরী করা হয়েছে। এছাড়াও অনেক থ্রিডি কার্টুনে এই সফটওয়্যারের সাহায্যে অনেক
চমৎকার ইফেক্ট দিয়ে থাকে। সফটওয়্যারটি আপনারা যখন সেটআপ করবে তখন ভিজুয়্যাল সকল
প্রকার ইফেক্ট দেখেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে।
Ulead
COOL 3D Studio
সকল
প্রকার থ্রিডি লিখার জন্য এটি অনেকটা জনপ্রিয় সফটওয়্যার Ulead
COOL 3D Studio। এটির সাহায্যে আপনি টেক্স
এর চমৎকার ইফেক্ট তৈরী করতে পারবেন। আপনি চাইলে আপনার ইউটিউবের ইন্ট্রো ও আইট্রো তৈরী
করতে পারবেন। Ulead
COOL 3D Studio ব্যবহার খুব সহজ । আপনি যেকোন ধরনের লিখা লিখে তারপরে আপনার
পছন্দ মত স্টাইল দিলেই অটোমেটিক সেই লিখার এ্যানিমেশন হয়ে যাবে।
Corel
VideoStudio Pro X7
এটি
দিয়ে আপনারা সকল প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন। সেম ইউলিড মিডিয়া স্টুডিওর মত সকল
প্রকার মুভি, ভিডিও গান, মিউজিক এডিট করার জন্য চমৎকার একটি সফটওয়্যার। কোন চিন্তা
করবেন না, কারণ এটি ইউন্ডোজ সেভেন এ চলবে।
এছাড়াও
আপনারা অনলাইনে অনেক ধরনের তৈরী করা ইনট্রো ও আউট্রো তৈরী করা টেমপ্লেট পাবেন।
সেগুলো মডিফাইল করেও আপনারা ইন্টো ও আউট্রো তৈরী করতে পারবেন। এছাড়াও ইউটিউব থেকে
কিভাবে টাকা ইনকাম করতে হয় এই জাতীয় অনেক মূল্যবান পোষ্ট আপনরা আমার সাইটে পাবেন।
তাই বেশি বেশি করে আমার পোষ্টগুলো শেয়ার করেন সকল প্রকার সোস্যাল মিডিয়া সাইটে।
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ