অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে পিসির গতি বাড়িয়ে নিন কয়েকগুণ বেশি
বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল, আমিও বেশ ভাল আছি। বর্তমানে আমরা প্রতিদিন নিজেদের ব্যক্তিগত পিসিতে বা অফিসে নানা ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করছি। এই সব সফটওয়্যার এ কাজ করার
সময় তার কিছু ফাইল টেম্পোরারী হিসেবে জমা হয়। কিন্তু পরে সেই ফাইল গুলো অটোমেটিক
ভাবে ডিলিট হয় না।
তাই সেই ফাইল জমা হতে হতে সি ড্রাইভের জায়গা নষ্ট করে। যার ফলে পিসি বা ল্যাপটপের কাজ অনেক ধীরগতি হয়ে পরে। তাই এই সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করলে পিসির গতি কয়েক গুণ বাড়ানো যাবে।আসুন আমরা আজকে দেখি কি করে এই সব ফাইল ডিলিট করতে হয়।
এই জন্য
প্রথম কি-বোর্ড থেকে উইন্ডোজ কি+আর(R) ছবিটি লক্ষ করুন।
এবার একটি Run
নামক অপশন টি চালু হবে। নিচের ছবিটি লক্ষ করুন।
Open: বরাবর বক্সে
টাইপ করুন %temp% তারপরে OK বাটনে ক্লিক করুন। এর ফলে একটি Temp
ফোল্ডার ওপেন হবে। তাতে সখল প্রকার ফাইল থাকবে। ছবিটি লক্ষ করুন-
এবার
কি-বোর্ড থেকে Ctrl+A চাপুন। সব গুলো ফাইল সিলেক্ট হবে। ছবিটি লক্ষ করুন
এবার কি-বোর্ড
থেকে Shift+Delete চাপুন। আপনি কত গুলো ফাইল সিলেক্ট করেছেন সেটা উল্লেখ করে একটি
ম্যাসেজ অপশন আসবে এবং তাতে লিখা থাকবে আপনি সব ফাইল ডিলিট করবেন কিনা। যদি করতে
চান তাহলে Yes বাটনে ক্লিক করেন আর যদি না করতে চান তাহলে No বাটনেক্লিক করুন।
আপনাকে এখানে yes বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার অপ্রয়োজনীয় সব temp ফাইল
ডিলিট হয়ে যাবে। এবার ফোল্ডারটি ক্লোজ করে দিন।
এছাড়াও আরো কিছু অপ্রয়োজনী ফাইল আছে যেগুলোকেও ডিলিট করতে হবে। কোন কোন ফাইল ডিলিট করতে হবে নিচে বিস্তারিত দেওয়া হলো। তবে সব ফাইল ডিলিট করার নিয়ম এক।
ঠিক
একই নিয়মে কি-বোর্ড থেকে উইন্ডোজ কি+আর(R)।চাপুন।
Open: বরাবর
বক্সে টাইপ করুন temp তারপরে OK
বাটনে ক্লিক করে উপরের
নিয়মে সব ফাইল ডিলিট করবেন ।
তারপরে
পুনরায় কি-বোর্ড থেকে উইন্ডোজ কি+আর(R)।চাপুন।
Open: বরাবর
বক্সে টাইপ করুন recent তারপরে OK
বাটনে ক্লিক করে উপরের
নিয়মে সব ফাইল ডিলিট করবেন ।
তারপরে
পুনরায় কি-বোর্ড থেকে উইন্ডোজ কি+আর(R)।চাপুন।
Open: বরাবর
বক্সে টাইপ করুন prefetch তারপরে OK
বাটনে ক্লিক করে উপরের
নিয়মে সব ফাইল ডিলিট করবেন ।
প্রত্যেকবার
পিসি বন্ধ করার আগে উপরের সবকটি কাজ করলে আপনার পিসির কাজের গতি অনেকগুণে বেরে
যাবে। এছাড়াও আপনার পিসিতে কখনও অপ্রয়োজনীয় কোন সফটওয়্যার সেটআপ করবেন না। যতটা
পারবেন সি ড্রাইভ ফাকা রাখতে। এর ফলাফল কাজ করতে গেলেই বুঝবেন।
আর অবশ্যই আমার পোষ্টগুলো ফেসবুকে, টুইটার এবং গুগল+ শেয়ার করবেন।
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ