Facebook ভিডিওর Autoplay বন্ধ করুন আর এমবি বাচাঁন খুব সহজেই
বর্তমানে
আমরা সকলেই ফেসবুকের প্রতি আসক্ত হচ্ছি। প্রতিদিন হাজার হাজার ফেসবুক আইডি তৈরী
হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিনের কাজের ছবি ফেসবুকে আপলোড করে
থাকেন। কিন্তু অনেকেই আছেন তারা ভিডিও আপলোড করে। কিন্তু এই সব ভিডিও আপনার অনুমতি
ছাড়াই Facebook এ সেগুলো Autoplay হয়। যার ফলে আপনাকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। কখনও যদি আপনার স্পীকার চালু থাকে।
তখন
হঠ্যাৎ করে জোরে গান বেজে উঠে। তাছারা অনেকেই আছেন যারা এডাল্ট ভিডিও শেয়ার করে ফেসবুকে। সেই ভিডিও হঠ্যাত করে যদি কোন ছোট ভাই-বোন বা পরিবারের কারও সামনে প্লে হয়ে যায়, এর জন্য অবশ্যই আপনি দায়ী। কারণ আপনার ফেসবুকের Autoplay
অপশন টি চালু থাকে। এছাড়াও আপনরা যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করেন তারা অনেকেই এমবি কার্ড কিনে মোবাইল ফেসবুক ব্যবহার করেন। কিন্তু যদি আপনাদের ফেসবুক ভিডিওর অটোপ্লে চালূ থাকে। তাহলে আপনার মোবাইল এমবি অনেক দ্রুত শেষ হয়ে যাবে। তাই আপনারা চাইলে এটি Off অথবা Disable রাখতে পারেন খুব সহজেই। এতে করে সব দিক দিয়ে আপনারই উপকার হবে।
এই জন্য প্রথমে
আপনাকে ফেসবুকে সাইন ইন করতে হবে । তারপরে নিচের দেওয়া ছবির মত সেটিং এ ক্লিক
করেন।
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ