Breaking News

ইউটিউবের পাশাপাশি ব্লগিং করেও একই এডসেন্স দিয়ে টাকা ইনকাম করুন

বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল, এখন থেকে আমরা নিয়মিত ব্লগ থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় তা জানতে পারবেন। কারণ আপনারা অনেকেই জানেন যে ব্লগিং করেও অনেক টাকা ইনকাম করা যায়। আপনারা চাইলে পার্ট টাইম ব্লগে সময় দিয়েও টাকা ইনকাম করতে পারেন।


তাই আজকে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব, যার সাহায্যে আপনারাও ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাই আমার পোষ্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনদিয়ে পড়েন। তবে আপনি যে বিষয় নিয়ে ব্লগ করতে চাননা কেন, যেমন-অডিও, ভিডিও অথবা ছবি, সেই সম্পর্কে আপনার মধ্যে অনেকটা ক্রিয়েটিভ ও ইউনিক হতে হবে। আপনি ৩টা বিষয়ের উপর ব্লগিং করতে পারেন-অডিও ব্লগ করতে পারেন, ভিডিও ব্লগ করতে পারেন অথবা ছবি দিয়েও আপনি ব্লগ বানাতে পারেন। এমন যেকোন জিনিস দিয়ে আপনি ব্লগ তৈরী করতে পারেন, যেটার চাহিদা অনেক বেশি। উদাহরণ স্বরূপ-এমন কোন জায়গায় আছে যেই জায়গা সম্পর্কে আপনি খুব ভালো জানেন, সেই সম্পর্কেও আপনি ব্লগ করতে পারেন। এতে করে মানুষ সেই জায়গা সম্পর্কে জানতে অনেক আগ্রহী হবে। এছাড়াও আপনি বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে আপনার অনেক ধারনা আছে, এছাড়াও আপনি অনেক ভাল রান্না করতে পারেন। চাইলে সেই সম্পর্কে আপনি ভাল মানের একটি ব্লগ সাইট তৈরী করতে পারেন। ব্লগ মানেই এই নয় যে আপনাকে সারাদিন বসে বসে শুধূ লিখতে হবে।

আপনি চাইলে ভিডিও বানিয়েও ব্লগ করতে পারেন। যেকোন একটি বিষয়ের উপর 5 মিনিট 5 মিনিট অথবা ৩ মিনিটের পর্ব আকারে ভিডিও বানাতে পারেন।, যেকোন হাই কোয়ালিটি মোবাইল দিয়েও ভিডিও করে পর্ব আকারেও ভিডিও ব্লগিং করতে পারেন। এছাড়াও আপনি যে ভিডিও ইউটিউবে আপলোড করছেন, সেটিকে আপনি ব্লগে শেয়ার করেও সেই ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনার ব্লগে যত বেশি ভিজিটর আসবে, আপনি ততবেশি টাকা ইনকাম করতে পাবেন। এখন প্রশ্ন আসতে পারে যে টাকা কিভাবে পাবেন অথবা টাকা কিভাবে ইনকাম হবে।

আপনারা যারা ইউটিউব এ যে এডসেন্স ব্যবহার করছেন ঠিক সেই একই এডসেন্স এর এড এখানে যুক্ত করতে পারেন। কারণ বর্তমানে গুগলের এডসেন্স বাংলা সাপোর্ট করে। তবে ব্লগে গুগল রিলিভেন্ট এডসেন্স এর এড শো করায়। যেমন কিছু কিছু খাবার আছে যেটা বিভিন্ন জেলাতে বিভিন্ন নিয়মে বানানো হয়। আপনি যখন কোন রান্নার সাইট করবেন, তখন গুগল রান্নার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রান্না জাতীয় এড গুলো আপনার ব্লগে দিয়ে থাকে। অনেক সময় দেখায় যায় যে আপনার ব্লগ সাইটে নেহারি বা মজার কোন খাবার দিয়ে ব্লগ করেছেন। তখন গুগল কি করবে নেহারি কিভাবে বানাতে হয়, সেটার কোন বিজ্ঞাপন থাকলে, সেই বিজ্ঞাপন আপনার বগ্লে প্রদর্শিত করবে, আর ঠিক তখন কোন ভিজিটর যে আপনার সাইট দেখছে, তারও ইচ্ছা করছে যে নেহারি কিভাবে রান্না করে দেখি। আর তখনই আপনার সেই এড ক্লিক করবে। এই ভাবে যত ক্লিক আসবে, গুগল আপনাকে সেই ক্লিকের উপর টাকা দিতে থাকবে।

যখন আপনার ১0 ডলার ইনকাম হবে। ঠিক ইউটিউবের মতই এখানে আপনাকেও একটি পিন ভ্যারিফিকেশন পাটানো হবে। তবে কেউ যদি ব্লগ ও ইউটিউবে এক সাথে কাজ করে তাহলে ইউটিউব ও ব্লগ যেকোন একটার ইনকাম মোট 10 ডলার হলেই আপনার ঠিকানায় পিন চলে আসবে। কারণ আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করবেন আর সেই টাকা আপনি ঠিক মত পাচ্ছেন কিনা সেটাও তাদের জানতে হবে। যখণ আপনি আপনার পিন নাম্বারটার আপনার এডসেন্স একাউন্ট এ এড করবেন। তখন তারা শিউর হয় যে, আপনারা তাদের পাঠানো টাকা খুব সহজেই পাবেন। এর পরে যখন সেই এডসেন্স একাউন্ট 100 ডলার ইনকাম হবে। তখন গুগল আপনার কাছে আপনার ব্যাংক একাউন্ট নাম্বার চাইবে । তবে একটা কথা মাথায় রাখবেন ইউটিউব থেকে ইনকাম করুন আর শুধু মাত্র ব্লগ থেকে ইনকাম করুন এডসেন্স একটাই নিয়ম একটাই 10 ডলারে পিন ভেরিফিকেশন চিঠি আসবে আর 100 ডলারে ব্যাংক একাউন্ট যুক্ত করতে হবে। আপনি চাইলে ব্যাংক একাউন্ট নাম্বার দিতে পারেন অথবা চেক এর মাধ্যমেও টাকা নিতে পারেন। আমার জানামতে অনেকেই এই ব্লগিং করে তারা মাসে ৮শ থেকে ১২শ ডলার ইনকাম করছে। এখন আমি যদি আমার কথা বলি, তাহলে আমার একদিনে ইনকাম হয়েছে প্রায় 30 ডলার। তাও আবার ২টা লিংক শেয়ার করে । সেটা হচ্ছে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল দেখার লিংক। 

আমার জানামতে একজন ব্লগার আছে, সে শুধু লিখে যে একজন ভাল মানের অভিভাবক কিভাবে হওয়া যায়। অন্য এক ব্লগার উনি চাকরীর ইন্টারভিউ নিয়ে ব্লগ করে। অন্য আরেকজন লিখেন একজন ভাল মানের ইসলামিক পিতা-মাতা হিসাবে সন্তানদের কি ভাবে গড়ে তুলতে হবে। এছাড়াও যারা দেশের বাইরে থাকেন, তারা সেই দেশের যাবতীয় তথ্য দিয়ে ব্লগ করতে পারে। আমার জানামতে বিভিন্ন দেশের পর্যটকদের জন্য একটি গাইড বই আছে। আপনারা চাইলে সেই গাইড বই থেকে সকল তথ্য নিয়ে এবং সেই সব জায়গার সু্ন্দর সুন্দর ছবি সংযুক্ত করেও আপনারা ব্লগ করতে পারেন। কোথায় কোথায় হসপিটাল আছে, সুন্দর সুন্দর জায়গার তথ্য, কোন জায়গা কেন এবং কি কারণে বিখ্যাত? এই জাতীয় তথ্য আপনারা খুব সহজেই লিখে ব্লগ করতে পারেন।

তাছাড়াও সব দেশের ভাষা কিন্তু এক না। ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা হলেও অনেক দেশে নিজস্ব ভাষা ব্যবহার করা হয়। আপনারা চাইলে সেই দেশের ভাষা কে ইংরেজীতে কনভার্ট করতে পারেন। আমি, তুমি, সে, আমরা, আমাদের অথবা আমার এটা দরকার, ওটা আমি কিনতে চাই, আমার অনেক খিদে পেয়েছে। আমার কাজ শেষ, আর কি কি কাজ বাকী আছে। এই জাতীয় কথা কে আপনি ইংরেজীতে করতে পারেন। যেমন মালয়শিয়ায় যারা থাকে তারা মালয় ভাষা কে ইংরেজীতে কনভার্ট করতে পারেন। এছাড়াও সিঙ্গাপুরের ৩টা জাতীয় ভাষা হলো ইংরেজী, ক্যারেলা, চাইনিজ । তাছাড়া যারা ক্যারালায় থাকে তারাও এই কাজটি করে এবং এই ভাষা ট্রান্সলেট এর মাধ্যমে ব্লগ করতে পারেন। আমার কাছে বিভিন্ন দেশ থেকে ফোন আসে, যে তারা ইউটিউব বা ব্লগ থেকে টাকা ইনকাম করতে চায়। আমি তাদেরকে বলব আপনারা যদি স্বাধীন মত ঘুড়তে পারেন। তাহল চিড়িয়াখানায় যান। ওখানে অনেক ধরনের প্রাণী পাবেন আপনারা চাইলে তাদের উপর ব্লগ বা ভিডিও বানিয়ে সেটি শেয়ার করেও অনেক টাকা ইনকাম করতে পারেন।

যাইহোক সর্বশেষ এতটুকু বলতে চাই ঠিক মত যেকোন বিষয় নিয়েও আপনারা সুন্দর করে ইংরেজি ব্লগ করে ইউটিউবের পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। তবে চিন্তা করবেন না কিভাবে ব্লগ সাইট তৈরী করতে হয় সেটা আগামী পোষ্টে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ