দলিল বা স্ট্যাম্প প্রিন্ট করার জন্য কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2003 এ পেজ সেটআপ করবেন
বর্তমানে
যেকোন ধরনের জায়গা-জমি ক্রয় বিক্রয়, দোকাণ ভাড়া, বাড়ি ভাড়া, টাকা ঋণ নেওয়া সহ
যাবতীয় ব্যাংক থেকে লোন নিতে হলে দলিল বা স্ট্যাম্পে লিখিত আকারে চুক্তি করতে হয়। অনেক
বছর আগে এই ধরনের চুক্তি করতে হলো হাতে লিখে। কিন্তু বর্তমানে সব ধরনের চুক্তি
করতে হচ্ছে কম্পিউটার কম্পোজ করে। তাছাড়া আগে 150 টাকার দলিলে যাবতীয় চুক্তি
কম্পোজ করা হতো।
কিন্তু বর্তমানে 100 টাকার মূল্যের মোট 3টি দলিল অর্থ্যাৎ ৩০০
টাকার মূল্যের দলিলে কম্পোজ করতে হয়। দলিল বা স্ট্যাম্প কম্পোজ করার জন্য সবচেয়ে
সুবিধা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যেকোন ভার্ষণে। িআর এ্র জন্য সবচেয়ে
গুরুত্বপূর্ণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ। আপনারা যদি সঠিক ভাবে পেজ
সেটআপ না করেন, তাহলে আপনাদের মহামূল্যবান ১০০ টাকার প্রতিটি স্ট্যাম্পটি নষ্ট হয়ে
যাবে। তখন কাষ্টমারকে সেই দলিলের ক্ষতিপূরণ দিতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে
শিখাব কিভাবে দলিল বা স্ট্যাম্পে কম্পোজ করার জন্য পেজ সেটআপ করতে।

No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ