Breaking News

মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ও ইংরেজি একসাথে টাইপ করুন বাংলা ভিডিও টিউটোরিয়াল 2017

বর্তমানে অনেক স্কুল-কলেজে প্রশ্ন ও সাজেশন কম্পোজ করার জন্য কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়। তারা ওই সব স্কুল ও কলেজের যাবতীয় প্রশ্ন ও সাজেন্সশ কম্পোজের কাজ করে থাকে। তাছারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন কম্পিউটারের দোকানে কম্পোজের কাজ করে থাকেণ। এই কম্পোজের কাজ করতে গিয়ে আপনাদেরকে সারাদিন বাংলা টাইপ করতে হয় অথবা কখণ ইংরেজী টাইপ করতে হয়।
কিন্তু কখন কখন সাজেন্সশ বা প্রশ্ন টাইপ করতে গেলে ইংরেজি ও বাংলা একসাথে টাইপ করতে  হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে একবার বাংলা টাইপ করার পরে পূনরায় ইংরেজি টাইপ করার সময় ফন্ট পরিবর্তণ করতে হয়। এতে করে অনেকটা বিরক্তকর বিষয় এবং সময়ও কিছটা নষ্ট হয়। তাই এই ফন্ট পরিবর্তণ করা কাজটি যদি আপনারা কিবোর্ড এর সাহায্যে করে থাকেন তাহলে অনেক দ্রুত কাজ করতে পারবেন। সময়ও অনেক গুণে বেচে যাবে। কারণ মাউস দিয়ে যেই কাজ করা হয় ঠিক সেই একই কাজ যদি কিবোর্ড দিয়ে করা যায় তাহলে অনেক দ্রুত করা সম্ভব। তাই আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মাইক্রোসফট অফিস 2007 এই ফন্ট পরিবতর্ণ করার জন্য কিবোর্ড কমান্ড সেট করতে হয়। তাহলে ফন্ট পরিবর্তণ করতে হলে বার বার মাউসে হাত দিতে হবে না। কিবোর্ড কমান্ডের সাহায্যে আপনি বাংলা ফন্ট সিলেক্ট করে কম্পোজ করবেন আবার সাথে সাথেই কি-বোর্ড কমান্ডের সাহায্যে ফন্ট পরিবর্তণ করে ইংরেজি ফন্ট দিয়েও টাইপ করতে পারবেন।



No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ