আগামী ১৫ মার্চ ২০১৯ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
আগামী
১৫ই মার্চ থেকে সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ এর
নিয়োগ লিখিত পরীক্ষার শুরু
হতে যাচ্ছে। মঙ্গলবার
মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে এ সিদ্ধান্ত
নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর
আগে এই লিখিত পরীক্ষা
শুরুর কথা
ছিল ১ ফেব্রুয়ারী ২০১৯। তবে
এসএসসি পরীক্ষার কারণে সেই সিদ্ধান্ত
লিখিত পরীক্ষার তারিখ পাল্টানো হয়েছে
এবং সেই পরীক্ষা গ্রহণ
করা হবে মার্চ মাসে। এবার
পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা
হয়েছে বলে মন্ত্রনালয় থেকে
জানা গেছে।
সারাদেশে ১২ হাজার পদে ২৪ লাখের বেশি আবেদনকারী হওয়ায় এবারই প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় কয়েকটি ধাপের আয়োজন করা হবে। এছাড়াও এই লিখিতি পরীক্ষা সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে নেওয়া হবে। তবে লিখিত পরীক্ষার ফলাফল একসঙ্গে সকল জেলার ফল প্রকাশ করা হবে না।
সকল পরীক্ষার্থীদের মধ্যে কেউ যাতে একই প্রশ্নের সেট না পায় সেই জন্য এবার ডিজিটাল পদ্ধতিতে প্রার্থীদের প্রশ্ন সেট নির্ধারণ এবং পরীক্ষার্থীর রোল নম্বরের ওপর প্রশ্ন সেট নির্ধারণ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া জন্য মন্ত্রণালয় ২০ সেটের বেশি প্রশ্নপত্র তৈরি করা হবে। এবারও আগের মতোই লিখিত ও মৌলিক দুই স্তরেই পরীক্ষা নেয়া হবে। আগের নিয়ম অনুযায়ী এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা ৮০ নম্বর ও ভাইভায় ২০ নম্বর থাকবে।




No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ