কম্পিউটার কি, কাজ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানুন কম্পিউটার সম্পর্কে বিস্তারিত
কম্পিউটার
কি?
কম্পিউটার
হল ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক
সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত
অত্যাধুনিক ইলেকট্রনিক্স যন্ত্র। কম্পিউটার
(Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ “Computare”
থেকে যার অর্থ হিসাব
করা। কম্পিউটারের
আভিধানিক অর্থ হিসাবকারী যন্ত্র। কম্পিউটার
দিয়ে গাণিতিক হিসাব যোগ, বিয়োগ,
গুন, ভাগকরা যায় এমনিকি
যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজও
করা যায়। কাজের
অনেক নির্দেশ কম্পিউটারের স্মৃতিতে সংরক্ষন করা যায়।
কম্পিউটারের নিজস্ব কোন উদ্ভাবনী
শক্তি নেই। মানুষ
তার উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে
হিসাব, সিদ্ধান্ত ও যুক্তিমূলক সমস্যার
দ্রুত ও নির্ভুল সমাধান
দিয়ে থাকে। এর
গতি, বিশ্বস্ততা ও নির্ভরশীলতা মানুষের
ক্ষমতার তুলনায়অনেক উন্নত। অন্য
সকল যন্ত্রের সঙ্গে কম্পিউটারের ব্যাপক
পার্থক্য রয়েছে। তার
মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে বহুমুখিতা, যেমন
–একটি কম্পিউটারের সাহায্যেটাইপরাইটারের কাজ করা যায়,
ছবি আঁকা, গান শোনা,
টেলিভিশন দেখা যায় এবং
আরও বিভিন্ন ধরনের কাজ করা
যায়।
কম্পিউটারের
কাজ :
কম্পিউটার
একটি ইলেকট্রনিক যন্ত্র। কিন্তু
অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে কম্পিউটারের ব্যাপক
পার্থক্য রয়েছে। কম্পিউটারের
৪টি গুরুত্বপূর্ণ কাজ নিম্নে উল্লেখ
কার হল ঃ
১) ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রোগ্রাম নির্বাহ করে এবং সমস্যা
সমাধানের উদ্দেশ্যে বব্যহারকারীর তৈরিকৃত প্রোগ্রাম কম্পিউটার গ্রহন করে মেমরিতে
সংরক্ষন করে।
২) কীবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার,
লাইট পেন ইত্যাদির মাধ্যমে
ডাটা গ্রহন করা হয়।
৩) ডাটা প্রক্রিয়াকরন করে
এবং
কম্পিউটারের
বৈশিষ্ট্য
বিশেষ
কিছু কাজের বৈশিষ্ট্যর জন্য
কম্পিউটারকে অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র বলা হয়। তার
মধ্যে উল্লেখ্য যোগ্য হলো- দ্রুতগতি,
বিশ্বাসযোগ্যতা, উপাত্ত প্রক্রিয়াকরন ক্ষমতা,
বিশাল স্মৃতি ভান্ডার, ক্লান্তিহীনতা,
বহুমুখিতা, সূক্ষ্মতা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, স্বয়ংক্রিয়তা, ভুল সনাক্তকরন ও
সংশোধন, অনুভূতিহীন ও নির্বোধ যন্ত্র।




No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ