Breaking News

2019-2020 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলি


www.xiclassadmission.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আপনারা সবাই 2019-2020 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ/মাদরাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইল SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

এই আবেদন চলবে 12 মে হতে 23 মে 2019 ইং তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইল SMS অথবা উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ইন্টারনেটে মাধ্যেমে সর্বোাচ্চ 10টি কলেজ/মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের জন্য 150{একশত পঞ্চাশ টাকা} আবেদন ফি প্রযোজ্য হবে। SMS এরমাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতি আবেদনের জন্য 120{একশত বিশ টাকা} আবেদন ফি প্রয়োজ্য হবে। ইন্টারনেটের মাধ্যমে আবেদনের জন্য টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/গ্রামীণফোন এর মাধ্যমে 150/- টাকা প্রদান করতে হবে। SMS এর আবেদনের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইলের মাদ্যমে 120/- টাকা প্রদান করতে হবে। 

ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচনঃ
2017 2018, ও 2019 সালে দেশের যেকোন শিক্ষা বোর্ড  এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2016, 2017 ও 2018 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2019-2020 শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট নীতিমালার অন্যান্য বিধানাবলী পূরণ  সাপেক্ষে কলেজ/সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে।

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ