Breaking News

শিক্ষক ও কর্মকর্তা পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ে নিযোগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিম্নবর্নিত শূণ্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা  সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাইতেছে।

শিক্ষক পদ-
1। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারি বিভাগ
লেকচারার এর 3টি অস্থায়ী পদ।
2। পুরকৌশল বিভাগ
লেকচারারএর 3টি অস্থায়ী পদ।
3। পানি সম্পদ কৌশল বিভাগ
লেকচারার এর 1টি অস্থায়ী পদ।
4। ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং  বিভাগ
লেকচারার এর 1টি অস্থায়ী পদ।
5। রসায়ণ বিভাহ
লেকচারার এর 1টি অস্থায়ী পদ।
6। পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিউট
লেকচারার এর 1টি অস্থায়ী পদ।

কর্মকর্তা পদ-
1। বুয়েট-আইসিটি সেল
কম্পিউটার প্রোগ্রামার-এর 1টি স্থায়ী পদ।
2। রেজিষ্ট্রার অফিস
সহকারী রেজিষ্ট্রার-এর 2টি স্থায়ী পদ।
উল্লিখিত পদসমূহের আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ 28/05/2019 ইং

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ