Breaking News

বাংলাদেশ নৌ বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনি ২০২০ এ অফিসার ক্যাডেট ব্যাচ (২য়  গ্রুপ) এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। জাহাজের  ক্য্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে যোগ দিতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে।


উপযুক্ততা-
১। বয়ষ-
০১ জানুয়ারী ২০২০ তারিখে ১৬.৫ বছর হতে ২১ বছর(সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর)
২। শারীরিক মান(নূন্য্যতম)
পুরুষ-
ক) উচ্চতা: ১৬২.৫ সেঃ মিঃ(৫’-৪”)
খ) ওজন: ৫০ কেজি
গ) বুকের মাপ: স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০”)

মহিলা-
ক) উচ্চতা: ১৫৫ সেঃ মিঃ(৫’-১”)
খ) ওজন: ৪৬ কেজি
গ) বুকের মাপ: স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”)
৩। শিক্ষাগত যোগ্যতা(নূন্য্তম)
ক) মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক(বিজ্ঞান বিভাগে)/সমনমান পরীক্ষায় নূন্য্যতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে নূন্যতম জিপি ৪.০০ প্রাপ্ত হতে হবে। অথবা
খ) ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে নূন্যতম  ৩টিতে A গ্রেড ও ২টিতে B  গ্রেড  থাকতে  হবে এবং এ  লেভেলের জন্য নূন্যতম  ২টি বিষয়ে B গ্রেড পেয়ে  উর্ত্তীন(উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ও  গণিতসহ)
আরো বিস্তারিত জানতে  বিজ্ঞপ্তি দেখুন

--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ