Breaking News

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিনে বিভিন্ন পদে দুইটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য্যপদ নিয়োগের জন্য  নিধ্যারিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট  হতে দরখাস্ত আহবান  করা যাচ্ছে।



শর্তাবলী
১। প্রার্থীর বয়স ০১ এপ্রিল ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।  প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযেগ্য নয়। মুক্তিযোদ্ধা.শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্দীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
২। অনলাইনে  আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি-

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন  ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আাবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://dmlc.teletalk.com.bd অথবা http://dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ-
Online এ আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিক ও সময় ০১ জুন ২০১৯ খ্রিস্টাব্দ  সকাল ১০.০০টা।
Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০ জুন ২০১৯ খ্রিষ্টাব্ধ বিকাল ৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online িএ আবেদনপত্র Submit  এর  সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যে কোন টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ