জেলা পরিষদ কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্থানিীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয়
সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালং, ঢাকা এর স্বরক
নং ৪৬.৪২.০০০০.০০০.১১.০০৯.১৭-৯৮৯ তারিখ ১২ জুন ২০১৯ খ্রিঃ ছাড়পত্র মোতাবেক সম্পূর্ণ অস্তায়ী ভিত্তিতে
মানিকগঞ্জ জেলা পরিষদে নিম্নবর্ণিত শূন্য পদ পূরনের জন্য শর্তসাপেক্ষ বাংলাদেশের প্রকৃত
নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের
সাথে নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।|
ক্রমিক
নং
|
পদের নাম
|
বেতন সেক্ল
|
সংখ্যা
|
বয়সসীমা
|
শিক্ষাগত
যোগ্যতা
|
|
১
|
হিসাব
রক্ষক
|
টাকা
১১০০০-২৬৫৯০/-
গ্রেড-১৩
জাতীয়
বেতন সেক্ল ২০১৫
|
১
(এক)
|
১৮-৩০
বছর
|
১।
স্বীকৃত বিশ্ববিদ্যালয়
হইতে বাণিজ্যে
২য় শ্রেণিতে স্নাতক
ডিগ্রি পাস
২।
প্রাতিষ্ঠানিক
কাজের অভিজ্ঞতা,
কম্পিউটারের
বিশেষভাবে এমএস
ওয়ার্ড, এমএস এক্সেল
কাজে পারদর্শী
প্রার্থীদের
অগ্রাধিকার দেয়া
হবে।
|
--------------------------------------------------------------------



No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ