Breaking News

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ২১ জুলাই

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষা পরীক্ষার্থীর  আপনাদের সকলের অপেক্ষার পালা শেষ। অতি শ্রীঘ্রই আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। গত এপ্রিল এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয় এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন

 


উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আগামী ২০, ২১ বা ২২ জুলাই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের যে কোনো দিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে মঙ্গলবার (২৫ জুন) ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সূত্র দৈনিকশিক্ষাকে তথ্য জানিয়েছে

প্রচলিত প্রথা অনুযায়ী, ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয় এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয় একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয় জানা গেছে, এই তিন দিনের মধ্যে যেদিন প্রধানমন্ত্রী ফল প্রকাশের সম্মতি জানাবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে 



তবে সকল এইচএসসি পরীক্ষার্থীর নিকট কিছু গুরুত্‌বপূর্ণ  কথা থাকবেণ। এইচএসসি পরীক্ষার ফলাফল যাইহোক না কেন? মন খারাপ করবে না। কখনও কোন  প্রকার ভুল সিদ্ধান্ত নিবে না। আমরা যেন পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরের দিন পত্রিকাতে কোন  ছাত্র-ছাত্রীর মৃত্য্যুর সংবাদ না পাই। বিশেষ করে ছাত্রীরা এই কাজ করে থাকে। আসলে ফলাফল সবার যে এক হতে হবে বা সবাই এ+ পাবে । তেমন  কোন  কথা নেই। তোমার টা হয়তবা একটু কম হতে পারে। তাই বলে কিন্তু তোমার জীবন থেমে থাকবে না।



তোমাকে এগিয়ে যেতে হবে। আর প্রতীঙ্গা করবে এর পরের পরীক্ষায়  তুমি সবার চেয়ে অনেক ভাল করবে। তোমার ফলাফল খারাপ হতে পারে কিন্তু তোমার বন্ধবীর ফলাফল ভাল। সেটা মনে করেই্ আনন্দ করবে। কে কি বলল  সেটা মাথায় রাখবে না। বরং এটা ভাববে যে আামার  জায়গা যদি আপনার মেয়ে হতো? তখন  বুঝতেন কম ফলাফল করার মজা।

প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের কারণেও অনেক ছাত্র-ছাত্রী ফাসি দিয়ে আত্মহত্য্যা করে থাকে। কখনও আপনার ছেলে অথবা মেয়ের এইচএসসি পরীক্ষার ফলাফলের সাথে অন্য কারওটা তুলনা দিবেন না। আপনার সন্তান সে যতটা পেরেছে,সেটাই  মেনে নিবেন। কখনও তাকে বুঝতে দিবেন না যে তার, এইচএসসি পরীক্ষার ফলাফলে আপনারা খুশি নন। তাকে এটাই বলবে যে-
তোমার এইচএসসি পরীক্ষার ফলাফলে আমরা খুশি। সামনে কি করবে এবার সেটার সিদ্ধান্ত নেও। আমরা সবাই তোমার সাথে আছি।


এইচএসসি পরীক্ষার ফলাফল একটু খারাপ করার কারণে আপনি আপনার মেয়েকে অথবা ছেলেকে একটু রাগ করলেন। আর সেই রাগের কারণে সে আত্মহত্যা করলো। তখন সব হারাতে হবে আপনাকে, না থাকলো সন্তান না থাকলো তার এইচএসসি পরীক্ষার ফলাফল। 

সন্তান আপনার সম্পদ। এটাকে রক্ষনা- বেক্ষণ করার দ্বায়িত আপনার। রাগ – অভিমান কোনদিনও কোন সন্তানের মঙ্গল ডেকে আনতে পারে না। আর ভুলেও তার সামনে বলবেন না যে- পাশের বাড়িরর অথবা ওেই ব্যক্তি অথবা আপনার অফিসের কোন কলিগের সন্তান  অনেক ভাল ফলাফল করেছে। এতে করে সন্তানদের মণ ভেঙ্গে যায়। 



পরিশেষে সকল ছাত্র-ছাত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফল অনেক ভাল হবে এই প্রত্য্যাশা্ই করি।
--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ