মাউসের Right Click Context Menu যুক্ত করুন "Copy to Folder"
বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভাল, আমিও আল্লাহর রহমতে ভাল আছি। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কোন ফাইল অথবা ফোল্ডার যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিতে হয় তাহলে প্রথমে সেই ফাইলেটি কে কপি করতে হবে এবং তারপরে সেই জায়গায় গিয়ে পেষ্ট করতে হবে। তাহলে আপনার প্রয়োজনী ফাইলটি সেই জায়গায় পাবেন। তবে আপনারা চাইলে এই কাজটি আরো সহজ উপায় করতে পারেন।
Keywords:
How to Add “Copy to Folder" to the Right Click
Move to Folder" to the Right Click Context Menu
Short trick to copy the path of any file or folder
How to Add Drives/Folders in "Send to ..
Computer new trick 2020 ! How to add copy to folder in right
সেটা হলো মাউসের Right Click এ যে Context Menu আছে, তাতে আপনি খুব সহজেই Copy to Folder" এড করতে পারেন। এর ফলে কি হবে আপনাকে আরো কোন ফাইল কপি করে ওই জায়গায় যেতে হবে না। যেখানে আপনি সেই ফাইলটিকে পেস্ট করতে চান। খুব সহজ উপায় আছে, Copy to Folder এড করার। প্রথমে যে কাজটি করতে হবে।
স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ অপশনে লিখুন Run। তাহলে রান অপশনটি ওপেন হবে।
এখানে আপনাকে লিখতে হবে REGEDIT এটা লিখে ওকে চাপুন অথবা েএন্টার প্রেস করুন। রেজিস্ট্রি অপশন ওপেনহলে নিচের মত যেতে হবে।
প্রথমে যেতে হবে [HKEY_CLASSES_ROOT এর পরে
AllFilesystemObject এর পরে
shellex এর পরে যেতে হবে
ContextMenuHandlers এটি আসলে এটির গায়ে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে New ক্লিক করে Key তে ক্লিক করুন। তারপরে New Key #1 নামক ফোল্ডার আসলে তার নাম দিন Copy Folder। তারপরে Copy Folder এ ক্লিক করলে সেই বরাবর (Default) এ ডবল ক্লিক করে ওপেন করতে হবে ।
তারপরে সেখানে আপনার নিচের লাইনটি পেষ্ট করতে হবে।
{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}
ওকে ক্লিক করার পরে রেজিস্ট্রিটি বন্ধ করে দিন্। এবার লক্ষ করে দেখুন। মাউসের রাইট বাটনে "Copy to Folder" যুক্ত হয়েছে।
Keywords:
How to Add “Copy to Folder" to the Right Click
Move to Folder" to the Right Click Context Menu
Short trick to copy the path of any file or folder
How to Add Drives/Folders in "Send to ..
Computer new trick 2020 ! How to add copy to folder in right
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ