Breaking News

মাউসের Right Click Context Menu যুক্ত করুন "Move to Folder"

বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভাল আমিও আল্লাহর রহমতে ভাল আছি আপনারা যারা ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করেন অনেক সময় দেখা যায় যে আপনাদের প্রয়োজনীয় ফাইল-ফোল্ডার অথবা ডাউনলোড করা সফটওয়্যার, অডিও, ভিডিও আপনার Copy না করে Move করেন এই জন্য আপনাদেরকে বার বার ফাইল-ফোল্ডার, সফটওয়্যার, অডিও, ভিডিও Cut করে অন্য কোন ড্রাইভে বা ফোল্ডারে পেষ্ট করতে হয় তবে আজকের পর থেকে এই কাজ আর করতে হবে না কারণ  মাউসের রাইট বাটনে যদি আপনার "Move to Folder" ফোল্ডার যুক্ত করেন

এর ফলে কি হবে আপনাকে আরো কোন ফাইল কপি করে ওই জায়গায় যেতে হবে না যেখানে আপনি সেই ফাইলটিকে পেস্ট করতে চান খুব সহজ উপায় আছে, Move to Folder এড করার প্রথমে যে কাজটি করতে হবে
  
স্টার্ট মেনুতে ক্লিক করে সার্চ অপশনে লিখুন Run তাহলে রান অপশনটি ওপেন হবে
এখানে আপনাকে লিখতে হবে REGEDIT এটা লিখে ওকে চাপুন অথবা েএন্টার প্রেস করুন  রেজিস্ট্রি অপশন ওপেনহলে নিচের মত যেতে হবে 
প্রথমে যেতে হবে [HKEY_CLASSES_ROOT এর পরে
AllFilesystemObject এর পরে
shellex এর পরে যেতে হবে
ContextMenuHandlers  এটি আসলে এটির গায়ে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে New ক্লিক করে Key তে ক্লিক করুন তারপরে New Key #1 নামক ফোল্ডার আসলে তার নাম দিন Move Folder তারপরে  Move Folder ক্লিক করলে সেই বরাবর (Default) ডবল ক্লিক করে ওপেন করতে হবে  তারপরে নিচের লাইনটি কপি করে ওখানে পেষ্ট করুন  তার পরে ওকে ক্লিক করুন



{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}

এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন। এখণ থেকে আপনার মাউসের Right Click "Move to Folder" যুক্ত হয়ে থাকবেন।
--------------------------------------------------------------------

2 comments:

আপনাকে অনেক অনেক ধন্যবাদ