উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সালথা তে নিয়োগ বিজ্ঞপ্তি
বন্ধূরা আপানাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব ভাল মানের একজন জীব গাড়ীর ড্রাইভার। আপনারা চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সালথা তে অংশগ্রহণ করতে পারেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
সালথা, ফরিদপুর।
(saltha.faridpur.gov.bd)
স্মারক নং ০৫.১২২৯৯০,০০০.১৮.০০৩.২০. তারিখঃ ২৭/০৪/২০২০ খ্রি.
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, উপজেলা-১ শাখা এর ০১/০১/২০ খ্রি. তারিখের ৪৬.০৪৬.০১১.০০.০০.০০৮.২০১৬,৩৫৩ নং স্মারকের ছাড়পত্র এবং উপজেলা পরিষদ (চাকুরী) বিধিমালা, ২০১০ মোতাবেক এবং একই দপ্তরের ১৭/০৯/২০১৯ খ্রি. তারিখের ৩২ নং স্মারক মূলে সৃজিত ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ কার্যালয়ের নিম্নবর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তানুযায়ী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম- জীপ গাড়ী চালক
পদের সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ৯,৩০০-২২,৪৯of-(১৬ নং গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা- ৮ম শ্রেণি পাশ।
শর্তবলীঃ
ক. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
থ. প্রার্থীর আবেদনপত্রে (১) নাম, (২) পিতার নাম, (৩) মাতার নাম, (৪) জন্ম তারিখ, (৫) স্থায়ী ঠিকানা, (৬) বর্তমান ঠিকানা, (৭) ২৭/০৪/২০২০ খ্রি. তারিখের প্রার্থীর বয়স, (৮) জাতীয়তা, (৯) অভিজ্ঞতা (যদি থাকে) (১০) ধর্ম, (১১) শিক্ষাগত যোগ্যতার বিবরণ, বিশেষ কোটার প্রার্থী হলে কোটার নাম উল্লেখপূর্বক প্রার্থীকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করতে হবে।
গ. হালকা গাড়ী চালানোর বৈধ ড্রাইভিং
লাইসেন্স থাকতে হবে।
ঘ. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
১। পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি।
২। ১ম শ্রেণি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদের মূল কপি।
৩। ১ম শ্রেণি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
৪। সকল শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৫। জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
৬। আবেদনপত্রের সাথে ইউএনও, সালথা, ফরিদপুর এর বরাবর ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
৭। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রার্থীর পিতা/মাতাকে প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যয়িত ফটোকপি/পিতা, মাতার প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার স্বপক্ষে গ্রহণযোগ্য প্রমানক দাখিল করতে হবে।
৮। এতিম ও প্রতিবন্ধী, উপজাতীয় ও আনসার ভিডিপি কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি/প্রমাণক দাখিল করতে হবে।
৯। প্রার্থীর বয়স ২৭/০৪/২০২০খ্রি. তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও নাতী-নাতনীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত। বয়সের কোন এফিডেভিট
গ্রহণযোগ্য নয়।
ঙ. চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে।
চ. আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, সালথা, ফরিদপুর এর বরাবর আগামী ২০/০৫/২০২০ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌছাতে হবে।
ছ. কোন অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
জ. প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
ঝ. প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত ১০/-(দশ) টাকা মূল্যমানের ডাক টিকেট যুক্ত ৪.৫ ইঞ্চি * ১০ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
ট. নিয়োগের ক্ষেত্রে
সরকারী সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে
ঠ. আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এ বিষয়ে কোন আপত্তি বিবেচনা করা হবে না।
মোহাম্মদ হাসিব সরকার) উপজেলা নির্বাহী
অফিসার
সালথা, ফরিদপুর। পিসি-৫৮৪/২০ (৮৪)
মোবাইল নং ০১৭০১-৬৭০০২৯।
e-mail:
unosaltha@mopa.gov.bd/
No comments
আপনাকে অনেক অনেক ধন্যবাদ