Breaking News

ডাউনলোড করে নিন Cadillacs & Dinosaurs Mostofa গেম

যার আসল নাম Cadillacs & Dinosaurs আমরা জানি Mostofa গেম। এক সময়কার জনপ্রিয় একটি গেম ছিল। ছোট বেলায় এই গেমের জন্য সকলেই পাগল ছিলাম। অবসর সময় হলেই সোজা দৌড়ের গেমের দোকানে। কোন বন্ধুকে খুজতে হলে মাঠে যেতে হতো না। সোজা মোস্তফা গেমের দোকানে গেলেই পাওয়া যেতে থাকে।

স্কুল ফাকি দিয়ে আমরা সকলেই কম বেশি Mostofa  গেম খেলতাম। কত যে স্যারদের কাছে বকা খেয়েছি এ্ গেমের জন্য তার হিসাব মনে হয় না কেউ করতে পারবেন না।

এছাড়াও যখন বাসায় কোন আত্মীয় স্বজন আসতো। আর তারা যাবার সময় খুশি হয়ে কিছু টাকা দিয়ে যেত। সেই টাকা হাতে পাওয়ার সাথে সাথেই হিসাব করতাম কয় কয়েন খেলতে পারব।

তখন বাবা-মা বলে দিত, গেম খেলে টাকা নষ্ট নাকরে রেখে দেও। প্রতিদিন স্কুলে টিফিনের সময় টাকা খরচ করে কিছু খেয়ে নিবে। কিন্তু আমরা তো ছিলাম গেম পাগল। একদিন টিফিন না খেয়ে থাকতে পারব কিন্তু মোস্তফা গেম না খেলে থাকতে পারব না। 

লকডাউনে আপনারা সকলেই ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে। তাই আপনাদের সকলের কথা চিন্তা করেই আজকে শেয়ার করতে যাচ্ছি মোস্তফা গেম। খুব লোক কনভিগারেশন পিসিতে গেমটি খেলতে পারবেন। অবসর সময়ও পার হবে । পবিত্র রমজান মাস শেষ হয়ে আসছে আনন্দের পবিত্র ইদুল ফিতর ।এই পবিত্র ঈদুল ফিতর আমরা সকলেই  বাসায় উৎযাপন করতে হবে। এই মহামারির কারণে ঘরের বাইরে যাওয়া যাবে না। 



1 comment:

আপনাকে অনেক অনেক ধন্যবাদ