Breaking News

যেকোনো অপারেটিং সিস্টেমের সার্ভিস প্যাক পরিবর্তন করুন খুব সহজেই

বর্তমানে অনেক ধরনের অপারেটিং সিস্টেম বেরিয়েছে। যেমন: WIndows XP  Windows 7, Windows 8, Windows 10 । এর মধ্যে অনেক গুলো অপারেটিং সিস্টেম আছে যাদের কোন প্রকার Service Pack নেই। যার ফলে দেখা যায় আপনারা যখন কোন হাই কোয়ালিটি সফটওয়্যার সেটআপ করতে যান। ঠিক তখন একটি ম্যাসেজ আসে যে, Winddows 7 এর Service Pack 1 প্রয়োজন। কিন্তু আপনার অপারেটিং এ কোন প্রকার সার্ভিস প্যাক নেই। এছাড়াও আপনারা জানেন না আপনার অপারেটিং সিস্টেম কত সার্ভিস প্যাক। তাই আজকে আমরা প্রথমে সার্ভিক প্যাক কত সেটা কিভাবে দেখতে হয়। তারপরে আমরা যেকোন অপারেটিং সিস্টেমের সার্ভিক প্যাক কিভাবে পরির্বতন করতে হয়ং সেটা শিখব। 



প্রথমে আপনাকে My Computer ওপেন করতে হয় তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।

এর পরে কি-বোর্ড থেকে ALT বাটন একবার চাপুন । তাহলে উপরে কিছু মেনু দেখতে পাবেন। সাধারণত এই সব মেনু ্খানে শো অবস্থায় থাকে না। নিচের ছবিটি লক্ষ কলুন-

এখানে আপনাকে Help এ ক্লিক করের্ About Windows এ ক্লিক করলে, আপনার যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছে সেই সম্পর্কে  জানতে পারবেন।


 এখানে লক্ষ্য করে দেখুন, কোন প্রকার সার্ভিস প্যাক উল্লেখ নেই। এখন আমরা চাইলে এখানে সার্ভিস প্যাক ১, ২ অথবা ৩ বানাতে পারি। এই জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে রানে।কি-বোর্ড  থেকে  (Win+R) RUN বক্স  আসবে। এখানে আপনাকে লিখতে হবে regedit নিচের ছবিটি লক্ষ্য করুন-

তারপরে একটি ম্যাসেজ বক্স আসবে এখানে আপনার Yes এ ক্লিক করতে হবে। তারপরে রেজিস্ট্রী এডিটর ওপেন হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন। 
এবার এখানে আপনাকে HKEY_LOCAL_MACHINE এ  ডবল ক্লিক করলে একটি লিস্টে SYSTEM লিখা পাবেন

এখানে আপনাকে SYSTEM এ ডবল ক্লিক করলে  CurrentControlSet অপশন লিখা পাবেন।

এখানে  CurrentControlSet এ ডবল ক্লিক করলে অনেক বড় একটি লিস্ট আসবে।এই লিষ্টের অনেক নিচে  আপনার 

Windows লিখা পাবেন। তাতে ক্লিক করলেই পাশে একটি লিস্ট আসবে তাতে অনেক ধরনের লিখা থাকবে। নিচের ছবিটি লক্ষ্য করুন -


এখানে আপনাকে CSDVersion এ ডবল ক্লিক করলে েএকটি ডায়লগ বক্স আসবে । এখানে আপনাকে Value data এ 0 এর পরিবর্তন করে 100 দিলেই হবে Service Pack 1, 200 দিলেই হবে Service Pack 2, 300 দিলেই হবে Service Pack 3, । আপাতত আপনারা 100 দেন। 
তারপরে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিয়ে কয়েকবার রি-ফ্রেস করে পিসি রি-স্টার্ট দেন। তারপরে পিসি ওপেন হওয়ার সময় একটি কালো স্কীন সাদা লেখা দেখাবে। তারপরেই আপনার অপারেটিং হিয়ে যাবে সার্ভিস প্যাক ১

--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ