Breaking News

Mega.nz এর আপলোড করা ফাইল IDM দিয়ে ডাউনলোড করে নিন

Mega.nz একটি আপলোড সাইট। এখানে একাউন্ট খুললে আপনি 50জিবি ফ্রিতে যেকোন ধরনের সফটওয়্যার অথবা আপনার প্রয়োজনীয় যাবতীয় ফাইল আপলোড করে রাখতে পারবেন। এছাড়াও অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ওয়েব সাইট খুলে প্রয়োজন সফটওয়্যার শেয়ার করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে মেগা আপলোড সাইট থেকে ফাইল আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় না। েএটি প্রথমে মেগা আপলোড সাইটে ডাউনলোড সম্পূর্ণ হয়ে পরে সেটি পিসিতে সেভ হয়। যার ফলে দেখা যায় যে, কোন কারণে বিদ্যুৎ চলে গেলে অথভা নেট লাইনে সমস্যা হলে সেটি রিজুম সাপোর্ট করে না। তাই আজকের এই টিপস এন্ড ট্রিকস এ দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা মেগা আপলোডের ফাইল আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারবেন। 
প্রথমে আপনরা এই লিংকে Microsoft Office 2007 ক্লিক করেন। তাহলে মেগা আপলোড সাইটের একটি ফাইল ওপেন হবে। তারপরে এড্রেস বারের লিংকটি কপি করেন।

উপরের লিংকটি কপি করা শেষ হলে নিচের লিংকে ক্লিক করে একটি linksnappy ওযেব সাইট ওপেন করুন। linksnappy তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।



এবার  এখানে আপনাকে REGISTER এ ক্লিক করে একটি একাউন্ট খুলতে হবে। ইমেইল এর জায়গায় যেকোন মেইলে দিলেই হবে। তারপরে নিচের মত ছবিটি আসলে এখানে আপনাকে ডাউনলোড এ ক্লিক করতে হবে।

Files to Download এখানে আপনার সেই মেগা আপলোডের কপি করা লিংকটি পেষ্ট করতে হবে। তারপরে Download Now এ ক্লিক করলে যেই ফাইলটি ডাউনলোড করতে চান। সেটির নাম দেখেতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ফাইলটি IDM দিয়ে ডাউনলোড হবে। 
আশাকরি শিখতে পেরেছেন, কিভাবে আইডিএম দিয়ে মেগা আপলোডের ফাইল খুব সহজেই ডাউনলোড করা যায়ঢ। 


 


--------------------------------------------------------------------

No comments

আপনাকে অনেক অনেক ধন্যবাদ