বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ {এনটিআরসিএ} কার্যালয়ের জন্য নিম্নলিখিত শূণ্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের পাশ্বে আবেদন করতে ইচ্ছুকদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতনক্রম উল্লেখ করা হলো-
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বয়সসীমাঃ 18-30 বছর
পদের সংখ্যাঃ 05টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজ্ঞপ্তি দেখুন
পদের নামঃ ক্যাশিয়ার
বয়সসীমাঃ 18-30 বছর
পদের সংখ্যাঃ 01টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজ্ঞপ্তি দেখুন
পদের নামঃ রিসিপসনিষ্ট
বয়সসীমাঃ 18-30 বছর
পদের সংখ্যাঃ 01টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজ্ঞপ্তি দেখুন
পদের নামঃ অফিস সহায়ক
বয়সসীমাঃ 18-30 বছর
পদের সংখ্যাঃ 02টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ বিজ্ঞপ্তি দেখুন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://ntrcar.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্মরূপ
Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 06 মে 2019 সকাল 11.00টা
Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 27 মে 2019 বিকাল 5.00 টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন।
Online এ আবেদনপত্রে প্রাীর্থীর রঙ্গিন ছবি {দৈর্ঘ্য 300 x প্রস্থ 300} Pixel ও স্বাক্ষর {দৈর্ঘ্য 300 x প্রস্থ 80} Pixel স্ক্যািন করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে।
আরো বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন



অনেক সুন্দর হয়েছে। এই রকম ওয়েব সাইট থাকলে আমাদের চাকুরী খুজতে কোন কষ্ট হবে না
ReplyDelete